পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- - ------------- -ि -e-पछान्द्रप्टो আমি অল্পেতেই পহুষ্ট, আমি যে ভালে জীবন যাপন করিয়া সুখী হই আমাকে সে ভাবে থাকিতে দিন।” হেরাক্লিটাস ত্যাগী পুরুষ ছিলেন। মানুষের জীবনে স্বথ, নাই, শাস্তি নাই, উচা বিষাদময় -যাতনে জলিয়া পুড়িয়া মরিতে শুধু মানব জীবন লয়’ এই ছিল তার ধারণা। জীবনের অনিত্যতা তিনি সৰ্ব্বদা প্রচার করিতেন। এইরূপ দুঃখবাদী ছিলেন বলিয়া লোকে তাছার কাছে বড় একট। বেসিতে চাহিত না এবং এই জন্যই তাহার নাম দিয়াছিল কাছনে দার্শনিক। হেরাকিটাসের লিখিত কোন বই পাওয়া যায় নাই। তাহার লিখিতওম্ব ছিল একথা অসত্য নহে, সামান্ত যাহা কিছু পাওয়া যায় তাছার মধ্যে তিনি ‘প্রকৃতি' (Nature) সঙ্গন্ধে যে সব কথা বলিয়া গিয়াছেন তাহাতে অনেক কিছু পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায়। স্বষ্টির ইতিহাস আলোচনা কfরতে যাহয়া তিনি কেবল অন্ধকারই দেখিয়াছেন, কোথায় ইংরি আরম্ভ এবং কোথায়ই বা ষ্টকার শেস তাহার কোন ও কাৰ্য্য-কারণ খুজিয়া পান নাই । অতিবাক্তিবাদ বা ক্রমবিকাশতত্ত্বের (Evolution) আলোচনা তাহার আগে কেহ করেন নাই । তিনি বলিতেন—এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড, অনন্ত জগৎ কেবলি ছুটিয়া চলিয়াছে – কে স্থির নাই। এই সে যাত্র, এই যে গতি, তাহা একটি সুনিয়ম ও শৃঙ্খলার মধ্য দিয়া চলিতেছে। একদিনেই বিশ্বজগৎ বা পৃথিবীর তরলত। ও জীবজন্তু গড়িয়া উঠে নাই। আমরা আজকাল যাহাকে ক্রমবিকাশ বলি, হেরাক্লিটাসই উহার প্রথম প্রবর্তক। অতি সরল ভাবে তিনি একথাটি বুঝাইতেন—তুমি কাল যে মানুষ ছিলে, আজ সে মানুষ নাই, কাল যে গাছকে দেখিয়াছে, আজ সে গাছের অনেক কিছু বদল হুইয়াছে। তিনি একটি কথায় তাহার মনের staf zi 4 t-Irfaz:R-“To live is to change” অর্থাৎ জীবন পরিবর্তনশীল । ধৰ্ম্ম ও নীতি সম্বন্ধে ও তিনি অনেক কথা નિઃા. ছেন। "মানুষের চরিত্রই তাছার ভাগ্যের পথ নিৰ্দেশক ।” বিশ্বজগৎ যেমন একটা নিয়ম ও শৃঙ্খলার মধ্য দিয়া চলিয়াছে, মাগুধেরও তেমনি নীতি ও ধন্মের শৃঙ্খলার মধ্য দিন। চলিতে চাইবে। প্রকৃতির বাপ৷ নিয়মের মত মানুষের দেহ ও মনেরও একটা নিয়ম ও শৃঙ্খলা আছে। তাছাকে অতিক্রম করিলেই মানুসের ণৈতিক অবনতি হয় । যাচ। কিছু ভাল তাহাঙ্গ সৎ এবং সেই সৎপথেই মাছুকে চলিতে হুইবে । এই প্রাচীন গীল পশু ও ক্রমবিকাশ ও মানবজীবনের নীতি ও ধৰ্ম্ম সন্ধে যে সব কথা বলিস। গিয়াছেন তাহ। লইয়াহ লগুমান যুগের পণ্ডিত সমাজ -it-tারাপ আলোচনা কপিতেছেণ । এম্‌পেডোক্লেস্ (আনুমানিক ৪ন • পৃষ্ট পূৰ্ব্বাব্দ) এমপেডোপেস (Empedocle aকজন কবি ৪ দাশনিক ছিলেন । ৪৯• খৃঃ পূঃ অব্দে সমান্ত গ্রীকৃবংশে সিসিলি দ্বীপে হ'ষ্টার জন্ম হয় । হনি জাতিতে গ্ৰীক ছিলেন । রসায়ণবিদ্যা, চিকিৎসা লিঙ্গ, রাজনীতিতে তিনি এমন প্রতিভার পরিচয় দিয়াছিলেন যে, তাছার নগরবাসী এগ্রিজেন্টামের (Agregentum লোকেরা তাছাকে দেশের রাজা করিতে চাহিয়াছিলেন। এমূপেডোক্লেস গণতন্থ মতের পক্ষপাতী ছিলেন । কাজেই কাজ1হইলেন না। এমপেডোক্লেস তাহার এই --- -- এমপেডোক্লেস, অভিনব মতবাদ কবিতার আকারে লিখিয়। > 8 obr গিয়াছেন। ভূমি, জল, বায়ু ও অগ্নি এই সকলই পৃথিবী সষ্টির মল উপাদান এবং পলসের পর সষ্টি, আবার স্বষ্টির পর ধ্বংস এক্ট নিয়মে বিশ্বজগৎ চলিস্থা আসিতেছে, এহ মত তিনি পোষণ করিতেন । এম্‌পেডোক্লেস পদার্থবিদ্যা সম্বন্ধেও অনেক নূতন কথা বলিয়া গিয়াছেন। আমরা এই মহাপণ্ডিতের জীবনী সম্বন্ধে তেমন ভাবে কিছুই জানিতে পারি না। কথিত আছে যে, এটুনা আগ্নেয়গিরির মুখে বাপাইয়া পড়িয়া জিনি আত্মহত্যা করিয়াছিলেন। তিনি বিজ্ঞানের অনেক গৃঢ়তত্ব আবিষ্কার করিয়া গিয়াছেন যাe1 আজ পর্যন্তও বৈজ্ঞানিকের মানিয়া লইতেছেন। -