পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শভলুদ্ধি ও সহস্ৰ-বুদ্ধি শতবুদ্ধি ও সহস্ৰবুদ্ধি [ পঞ্চতন্ত্রের গল্প বস্ত বড় এক দীঘি ; সেই দীঘির মধ্যে থাকে দুটে৷ মাছ--এক জনের নাম সহস্ৰবুদ্ধি, আর অপরটার নাম শতবুদ্ধি। দীঘির কিনারে গৰ্ত্তের ভিতর পাকে একটা বেঙ, বেঙের নাম এক বুদ্ধি। তিন জনে ভারী ভাব । মাছ দুটো জলের ধারে এসে বেঙের সাথে কত রকমের গল্প করে । একদিন স্বর্যা ডোবে-ডোবে—তিনজন মিলে খুব হাসি-গল্প করছে। এমন সময় যমদূতের মত তিনজনে মিলে খুব হালি গল্প করছে জনকতক জেলে এসে দীঘির চারিদিক ঘুরে ফিরে দেখে বললে-পুকুরটায় খুব মাছ, জলও বেশী বলে মনে হচ্ছে না, কাল ভোরে এসেই জাল ফেলা पi:द । জেলেরা তো তখনকার মত চলে গেল, কিন্তু ठिन रुकूद्र थाप्नब्र डिङब्र पड़ई उग्र श८ङ गांश ग । - --- ა8x* সেই ভয়ঙ্কর বিপদ হতে কি করে বাচা যায়, তাই তারা পরামর্শ করতে বসল। বেঙ, বললে—ভাই শতবুদ্ধি, সহস্ৰবুদ্ধি, সাম্নে ভয়ঙ্কর বিপদ, এখন কি করা যায় বলো ? বেঙের কথায় সহস্ৰবুদ্ধি হেসে বললে—বন্ধ, এত ভয় খাচ্ছে কেন ? জেলের আসবে বলেছে, এখনো তো সত্যি সতি আসে নি ; যখন আসবে, তখন


দড়িতে বেঁধে ঝুলিয়ে নিয়ে চলল দেখা যাবে ; আর সত্যিই যদি তেমন কিছু বিপদ আসে তো তার ব্যবস্থা তখন আমি করবে। ; আমার নাম সহস্ৰবুদ্ধি, বুদ্ধির অভাব আমার কখনো হবে না, জেনে । সহস্ৰবুদ্ধির কথার সমর্থন করে শতবুদ্ধি তখন বললে-ই সংশ্ৰবুদ্ধির কথাই ঠিক। শুধু কতক SAASAASAAAS