পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

回 YAAASAASAASAASAAASSS SBBS0 S - --- - ------ জোক ও বিবরণ লিখিয়া যান। ময়ূরসিংহাসনটিতে শেষ মোগল সম্রাট মহম্মদ भाइ श्रविर्छान। कव्रात्र नभग्न (s१७s शुष्टाटक) পারস্যের রাজা নাদির শাহ সেটি লইয়। যান এবং এখন পারস্য দরবারে সেটির রূপ বদল হইয়া গিয়াছে । নাদির শাহ পৃথিবীর শ্রেষ্ঠ মণি কোহিনুরটিও দিল্লী হইতে লুঠ করিয়া লইয়া গিয়াছিলেন । সেটি এখন পারস্য রাজাদের উপযোগী করিয়া ভাঙ্গিয় চুরিয়া গঠিত হওয়ায় পূর্বের সে সৌন্দর্য নাই। আমরা যে ছবিটি দিলাম, তাহা এখনকার ময়ূর সিংহাসনের একটি চিত্র। ইউরোপীয় পরিব্রাজক বাণিয়ার (Bernier) মোগল দরবারের ঐশ্বর্ঘ্যের বর্ণনা কালে সম্রাটের গলার গহমা প্রভূতির যে বিবরণ রাখিয়া গিয়াছেন, তাহা এক প্রকাব রূপকথার কাহিনীর মত মনে হয় । কিছু কিছু মোগল গহন, গোয়ালিয়ার, বরোদ, জয়পুর রাজন্যদের কাছে ছড়াইয়। আছে বলিয়া জানা যায় । উংকীর্ণ বা চেতাইয়ের কাজ বেশীর ভাগ কারুশিক্স - - - - - - - - - - هنهتهانه-ته تاج تهمتهمت রূপার উপর রাজদরবারের আসাসোটা, ছত্র, দণ্ড প্রভৃতি দরবারী আসবাবের উপর দেখা যায়। নেপাল, তিববত প্রভৃতি দেশে কানের ও নাকের গোল গোল নানাপ্রকার গহনার মধ্যে চেতাই এর কাজ দেখিতে পাওয়া যায়। দক্ষিণ ভারত ছাড়া অস্বত্র মাথার চিরুণীর উপর এই প্রকার উৎকীর্ণ (চে তাই) কাজের রেওয়াজ বাঙলা দেশেও আছে । তারকাশির কাজ ক্রমশঃ আমাদের দেশে আচল হইয়া আসিতেছে । কেননা, সাধারণত: এ কাজ এত সূক্ষ্ম যে, ভাল করিয়া পরিস্কার করিয়া রাখা এক তুরূহ ব্যাপার। এ কাজ অল্প দিনের মধ্যেই নষ্ট হইয়া যায় । তবে আধুনিক কালে আবার রূপার তারের কাজের তৈয়ার গহনার আদর হইতে দেখা যাইতেছে । ইহাতে মনে হয়, পুনরায় দেশের একটি লুপ্ত শিল্পের উদ্ধার হইবে । ভারতবর্ষে এক সময়ে ধাতব শিল্পের যে কিরূপ উন্নতি হইয়াছিল, এখানে সেই কথাই বলিলাম। বারাস্তরে অন্য কথা বলিব । 可