পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-o-o-o তাতী বললে—ঠিক বলেছ, তবে বাড়ী গিয়ে একবার স্ত্রীর সঙ্গে পরামর্শ করা দরকার। নাপিত বললে—আমন কাজটি কোরো না, বন্ধু ; স্ত্রী-বুদ্ধি প্রলয়ঙ্করী ! স্ত্রীকে খাওয়াও, দাওয়াও, ভালো ভালে কাপড় চোপড় দাও, গয়ন-গাঁঠি দাও, কিন্তু স্বীর কাছে কখনো পরামর্শেব জন্য যে ও না । যে-লোক স্ত্রীর কথা শুনে কাজ করে, ৩াব মই বিপদ জেনে । তাতী বললে—তোমার কথা ঠিক, কিন্তু আমার স্ত্রী তেমন নয়, সে খুবই বুদ্ধিমতী । তখন সে তাড়াতাড়ি বাড়ী গিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললে,-দেখো, একটা পরী আমাকে বর দেবে বলেছে ; এখন কি চাই বগো ; আমার বন্ধু নাপিত বল্‌ছে একটা রাজত্ব চেয়ে নিতে ; এখন তুমি কি বলে ? স্বামীর কথা শুনে তাত গিন্নী বললে- বলিহারী যাই তোমার বুদ্ধির কথা শুনে, তুমি গেছে। নাপিতের কাছে পরামর্শ চাইতে । আমন ধড়িবাজ সৰ্ব্বনেশে লোক আর আছে ! তুমি জান না, রাজা হওয়ার কত জালা—কত ভাপনা ! কত দুশ্চিন্তা ! আজ সুন্ধ, কাল বিদ্রোহ । তার উপর রাজার পদে পদে বিপদ! কখন কোপায় কে গুমথুন করে বসে, তার ঠিক নাই ! নিজের ভাই, নিজের ছেলে, নিজের স্ত্রীকে ৪ তখন বিশ্বাস নাই ! স্বীর কথা শুনে তাতী মহা খুদী ; তাতী বললে ঠিকৃ, তোমার কথাই ঠিক্‌ ; রাঙ্গ হওয়ায় অনেক জাল । কিন্তু এখন কি বর চেয়ে নেবো তা বলে । স্ত্রী বললে-দেখে, এখন তুমি দিনে একখান। কাপড় বোনো, তাতে কোন রকমে আমাদের কায়ক্লেশে দিন চলে ; দুটো হাত নিয়ে তার বেশী হবার উপায় নাই ! এখন যদি তুমি পরীর কাছে আর একজোড়া হাত চেয়ে নিতে পারে, তা হলে আর দেখতে হবে না। তখন দিনে একখানার জায়গায় দুখানা করে কাপড় বুনতে পারবে, সংসারের অভাবও গুচৰে, আর আমাদেরও মুখের অন্ত থাকবে না । স্ত্রীর কথা শুনে তঁাতীর আর খুলী ধরে না ; সে ভখনই নাচতে নাচতে বনে চলল সেই পরীর কাছে বুর চাইতে । --- 38ՀՏ जैॐाडौन्ज्ञ न्वृद्धिक তাষ্ঠীকে দেখে পরা বলল--কি বর চাই তা ঠিক করে এসেছ ? তাতী বললে ই, আমার দু’টো হাত, আমায় আর একজোড়া হাত দিন । পরী বললে—তথাস্ত ! তখন চোখের নিমেষে তাতীর চারটে হাত হয়ে গেল। তাতী মহানন্দে সহরে ফিরে এলো-এখন তাকে পায় কে ? যত লোক লাঠ সোটা নিয়ে তেড়ে আসছে কিন্তু সহরের ভিতর ঢুকতেই দেখে যত লোক তার পেছনে লাঠি লোটা নিয়ে তেড়ে আসছে। সহরবাসীরা সেই চারটে হাত-ওলা লোক দেখে ভাবলে, এটা নিশ্চয়ই কোন দৈত্য বা রক্ষিপ হবে । তাই ভেবে সকলে মিলে তার উপর পড়ে' কিল চড়, ঘুলি মেরে তাকে মেরে ফেলল। - --டு)