পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- রামাবতী নামে যে নগর বসান, “জগদলবিহার” তাহারই কাছে ছিল। উহা গঙ্গা ও করতোয়ার সঙ্গমের উপরই ছিল। মহামহোপাধ্যায় ৬হর প্রসাদ শাস্ত্রীর মতে “এখন করতোয় গঙ্গায় পড়ে না—পড়ে যমুনায় ; গঙ্গাও এক সময়ে বুড়ীগঙ্গা দিয়া যাইত— রামপাল নামে মুন্সীগঞ্জে যে এক পুরাতন গ্রাম আছে, হয়ত সেই রামাবতী ও জগদল উহারই নিকটে কোথাও হইবে।” সে যাহাই হউক, মগধে যেমন নালন্দা, পেশোয়ারে যেমন কণিষ্ক বিহার, সেক্টরূপ বাঙ্গলায় জগদল বিহার । রাজা রামপাল জগদল বিহারের প্রতিষ্ঠা করেন । এই বিহারে অনেক বড় বড় বৌদ্ধ পণ্ডিত থাকিতেন। ঠাঙ্গদের মধ্যে বিভূতিচন্দ্রই ছিলেন প্রধান । বিভূতিচন্দ্র অনেকগুলি সংস্কৃত গ্রন্থের টীকাটিপ্পনী লিখিয়াছিলেন । তিব্বতের লেখকেরা এই বিহারের অস্তুগত বিশ্ববিদ্যালয়ে fলছ শিক্ষা कब्रिउ । বল্লভি বল্লভি পশ্চিম ভারতের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল । ই-২সিং-এর ভ্রমণকাহিনীতে বল্লভির কথা আছে । সপ্তম শতাব্দীতে নালন্দা এবং বল্লভি এ ছুইটি বিশ্ববিদ্যালয়ই ভারতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল। এখানে ছাত্রের দুই তিন বৎসর কাল থাকিয়া বিষ্ঠাশিক্ষা শেষ কfরত। বল্লভিতে হিন্দু ও বৌদ্ধ ছাত্রগণ সমানভাবে শিক্ষালাভ করিতেন। 'কথাসরিৎসাগরে বল্লভির কথা আছে। ভারতবর্ষের নানাস্থান হইতে এবং ভারতের বাহির হইতে বিদ্যার্থীরা এখানে শিক্ষালাভ করিতে আসিত। ইউ-য়ান-চাঙ k >80-8 শিশু ভগৱতী লিখিয়াছেন যে, বল্লভিতে প্রায় একশত বৌদ্ধবিহার ছিল । রাজার এই বিশ্ব निझालzग्न अर्थ-नाशय। कब्रिtडन । वल्लख्,ि কাথিয়াবারের কাছে অবস্থিত। অনেকের মতে বৰ্ত্তমান ওয়ালাই সেকালের বল্লভি । - * 羽萄强旧 অজন্তার নাম সকলেই জানে। পাহাড়ের গায়ে অঙ্কিত বৌদ্ধ-যুগের চিত্র-সমূন্থের জন্যই অজন্ত প্রসিদ্ধি লাভ করিয়া আসিতেছে। অজন্ত বৌদ্ধ-যুগের একটি শ্রেষ্ঠ বিছা-কেন্দ্র ছিল । এখানে সুপণ্ডিত ভিক্ষুগণ ছাত্রদিগকে বিদ্যাশিক্ষা দিতেন। এখানকার চিত্র ও ভাস্কৰ্য্য সে যুগে অতুলনীয় ছিল। এক সময়ে অজস্তা শাস্ত্রের আলোচনার জন্যও যেমন বিখ্যাত ছিল, তেমনি ললিতকলার অপূৰ্ব্ব স্মৃষ্টি ও সৌন্দয্যের কিরণজ্যোতিতে উদ্ভাসিত ছিল। অজস্তায় সৰ্ব্বশুদ্ধ ২৯টি গুহা আছে । কোন কোন গুহার আয়তন দ্বারদেশ হইতে পৰ্ব্বতাভ্যস্তরের শেষ দেওয়াল পর্য্যস্ত বিস্তৃতি প্রায় একশত হাত। ইহার মধ্যে একটি দ্বিতল গুহাও আছে। গুহাগুলির দেওয়াল, স্তস্ত, স্বারদেশ, ছাদ, নানাবিধ খোদিত ও চিত্রিত মূৰ্ত্তি, লতাপাতা ও ফুলে স্থশোভিত। অনেক গুহার গায়ে খোদিত লিপিও আছে । আনুমানিক খৃষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দী হইতে খৃষ্টীয় সপ্তম বা অষ্টম শতাব্দীর মধ্যে এই গুহাগুলি নিৰ্ম্মিত হইয়া থাকিবে। এখানে একদিন যে একটী বিশ্ববিদ্যালয় ছিল, সেকথা श्रामद्रा डूनिरङ दनिग्राझि ।। 4थम श्रण खात्र फ्रेिञ्चांदशिद्र छमृझे ३शtद्र नाभ छाब्रtङब्र ইতিহাসে চিরস্মরণীয় হইয়া রহিয়াছে। ---

  • I'