পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শস্ত রোপণের পুৰ্ব্বে ও ক্ষেত্রে যখন শস্ত থাকে তখন বিভিন্ন প্রকারের কৃষি-যন্ত্রের - দ্বারা ভিন্ন ভিন্ন উদ্দেশু সাধনের - জন্য ভূমি কর্ষণ করিতে হয়। নিয়ে বিভিন্ন কার্যের উপযোগী প্রধান প্রধান কৃষি-যন্ত্রগুলির নাম, গঠন ও কাৰ্য্যকারিতার বিষয় সংক্ষেপে বলা হইল। ( ১ ) কোদাল –তোমরা সকলেই কোদাল দেখিয়াছ। ইহার তিনটি অংশ ; যথা-(ক) বাট, (খ) ফলা ও (গ) ঘাড়া। যে বংশ বা কাষ্ঠখণ্ড দ্বারা ফল আটকানো থাকে, তাহাকে বাট বলে। যে অংশ দ্বারা মাট কাটিতে হয়, তাহার নাম ফলা। ফলাব উপরের অংশে একটি ছিদ্র থাকে, এই ছিদ্রের মধা দিয়াই বাট আটকানো থাকে। এই ছিদ্রকে .বাড়া বলে। সচরাচর দুই প্রকারের কোদাল ব্যবহৃত হয় ; দেশী ও বিলাতী। ( ১২নং ও ১১ নং চিত্র) দেশী কোদালের ফল বেশী চওড়া নয় এবং উহার ঘাড়ার দিক বাকা। ৰিলাতী কোদালের ফলা বেশ চওড়া ও বাড়ার দিক বাকী নয়,সোজা। দেশী কোদালের ফল। বাকা হওয়ার জন্য উহা দ্বারা গভীর ভাবে মাটী কোপান যায় না। কিন্তু বিলাতী কোদালের ফলা লোজা বলিয়। উছাদ্বারা গভীরভাৰে মাটী কোপান যায়। দেশী লাঙ্গল অপেক্ষ কোদালের সাহায্যে মাটী গভীরতর ভাবে কর্ষণ করা যায় দেশী লাঙ্গলের . স্বারা কষিত মাটী উন্টাইয়া যায় না। কিন্তু কোদালের সাহায্যেমাট ভাল ভাবে উণ্টাইয়া দেওয়া যায়। ভূমি, কর্ষণের পক্ষে মাটী ভাল ভাবে উল্টাইৱা দেওয়া বিশেষ দরকার। কারণ, ইহা দ্বারা নীচেকার উর্বর মাট উপরের স্তরে আলে, জঙ্গল আগাছা ইত্যাদির শিকড় উপরে আসিয়া পড়ে ও তজ্জন্ত শীঘ্ৰ বিনষ্ট হয় এবং পোক-মাকড় প্রভৃতির বাসা, ডিম, বাচ্চ প্রভৃতি নষ্ট ইয়া যায়। সুতরাং দেশী লাঙ্গল অপেক্ষা কোদালের দ্বারা छूमि কর্ষণ ফসলের পক্ষে অধিক উপযোগী। ইহা *TF কোদালের সাহায্যে অসমতল জমি সমতল করা: যায় এবং যে সকল জমিতে জঙ্গল, গাছের শিকড় ইত্যাদি আছে, সেই সকল জমি কোদালের সাহায্যেই শস্ত রোপণের উপযোগী করা যায়। কিন্তু দেশী গাঙ্গলের পরিবর্তে কোদাল দ্বারা তুমি কর্ষণ করিতে খরচ ও পরিশ্রম বেশী হয়, সময়ও বেশী লাগে। এই জন্তই সাধারণতঃ ভূমি কর্ষণের জন্ত লাঙ্গল ব্যবহৃত হয়। অল্প জমিতে শস্ত রোপণ করিতে হইলে কিংবা যে সকল শস্তের জন্তু গভীরভাবে कृषि কর্ষণের দরকার, সেই সকল ক্ষেত্রে কোদাল দ্বারাই জমি প্রস্তুত করা বাঞ্ছনীয় । কোদালের দ্বারা আরও অনেক প্রকারের কাজ হয়। যথা :–ড্রেণ বা নালীকাটা, যে সকল শস্ত সারিবন্দিভাবে রোপণ করা হয় ও আহাদের গোড়ায় মাটী দিতে হয় সেই সকল শস্তের গোড়ায় মাট দেওয়া, পুকুর কাটা, মাট কাটা, গর্ত করা ইত্যাদি। (२) ८मी लात्रण ः–झ्डे १७ व९गद्र भूरक ইংরাজ কৃষকের আমাদের দেশী লাঙ্গলের স্থায় লাঙ্গল दावशब्र रुब्रिष्ठ। अभि गश्८छ ७ चम्न गभप्झश्न भाषा ভাঙ্গিৰার বা জালগা করিবার জন্য এই লাঙ্গলই