পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লুলথোল্পেজ্ঞ শাভি যেন মাটীতে পড়ে। দ্বিতীয়তঃ, আমাকে এমন একটি বেহাল দিন-খার বাজনা শুনে সকল শ্রোতাই যেন বাজনার সঙ্গে সঙ্গে নাচতে থাকে ; আর তৃতীয়তঃ, সবাইকে যেন আমি আমার মতে মত দিইয়ে রাজী করাতে পারি। সেই বামনটি বললে যে, সে সেই তিনটি প্রাপিত জিনিষই পাবে। এই ধলে’ সেই বামনটি মাটিতে দুটো টোকা দিতেই সেখানে একট। তীর-ধনুক ও বেহালা এসে হাজির হলো। বামন সেই দুটি জিনিষ থম্মদাসকে দিয়ে সেখান থেকে চলে গেলো । ধৰ্ম্মদাস খুব আনন্দিত মনে রাস্ত দিয়ে চলতে লাগলো। কিছুদূর গিয়েই সে এক সুদখোর মহাজনকে o ş. i. - NY" * „v '. - | too M -" "" 연 NTMᎽᏃy . X\ ----' Zoo WN, or Å l رار 3 T-- క్క్లో_ے সে এক স্বদখোঁর মহাজনকে দেখতে পেলে দেখতে পেলে। সেই মহাজনটি ই৷ করে" মুগ্ধ হয়ে' কাছেরই একটি গাছের উপরের একটি বউ-কথা-কও পার্থীর ডাক শুনছিলো। ধxক-হাতে ধম্মদtশকে আসতে দেখে সেই মহাজন তাকে অনুরোধ করলে,তুমি যদি না মেরে শুধু আহত করে ঐ পাখীট আমাকে গাছ থেকে নামিয়ে দিতে পারে. তো তোমাকে আমি প্রচুর অর্থ দেবো। আমি অনেক ভালো ভালো ওষুধ জানি,মৃতরাং পরে শুশ্ৰুষা করে পাখীটাকে আমি সারিয়ে নেবো। ধৰ্ম্মদাস তার প্রস্তাৰে রাজী হয়ে তীর দিয়ে পার্থীটাকে যেই মারলে, অমনি সেটা ধূপ, করে গাছতলার একটি ঝোপের ভিতর পড়লো। সেই মহাজন দৌড়ে ঝোপের ভিতর እ8ግእ ঢুকে পার্শ্বীট কুড়িয়ে নিয়ে জ্ঞাবলে,—পাখী তো পেয়েছি ; ও লোকটাকে এখন ঠকিয়ে টাকা না দিয়ে পালাবো। এই ভেবে সেই মুদখোর মহাজন, ঝোপের যে দিকে ধৰ্ম্মদাস দাড়িয়েছিল, সেদিকে ফিরে না গিয়ে উণ্টে দিক দিয়ে পালাবার পথ খুজে খুঁজে অল্প অল্প করে এগোচ্ছিলো। কিন্তু মহাজন পালাবে কোথা । বামনের কাছ থেকে ধৰ্ম্মদাস যে সৰ ক্ষমতা পেয়েছিলো সে সব তো আর বড় কম নয় সে যেই দেগলে যে, স্থদখোর তাকে ফাকি দিতে চায় অমনি সে মাটি থেকে বেহালাট তুলে নিয়ে বাজাতে লাগলো! আর যাবে কোথায়। বাঙ্গন গুনে গেই সুদখোরের ভয়ানক নাচ পেয়ে গেল। সে সেই কাটাবনের ভিতরেই তাণ্ডব নুতা করতে আরম্ভ করে দিলে। কাটাবনের ভিতর তার সে কি নাচ। নাচতে নাচতে তার লপাঙ্গ ছড়ে একেবারে রক্ত পড়তে লাগলো। আর তার কাপড়-জামা ফালা ফালা হ’য়ে ছিড়ে গেলে । সেই স্থদখোরের সারা গা জাল করছিলে তবু সে নাচ পামাতে পারছিলো না। সে কাকুতি মিনতি করে বললে,—ও মশাই,দয়া করে’ বীজ না থামান, আমার অবস্থা দেখে’ দয়া করুন। আমি আপনার কি করেছি যে, আপনি আমায় এত শাস্তি দিচ্ছেন। পৰ্ম্মদাস উত্তর দিলে—তুমি স্বদখোর কত লোকের ত সলনাশ করেছেন, আবার আ* আমাকে দিব্যি ফাকি দেবার মতলবে ছিলে, এই তোমার দোষ, আর কিছু নয়। এই বলে সে তার লাজনার জোর ক্রমশ: বাড়তে লাগলো, আর সেই সদখোরও ধেই ধেই করে' লাফিয়ে লাফিয়ে, পপ, ধপ করে মাটিতে পড়তে লাগলো। সেই মুদখোরের থলিতে ছিল একশো টাকা। কোনো এক গরীব বেচারীকে ঠকিয়ে লে ঐ টাকা চুরি করেছিলো। ধৰ্ম্মদাস গেই সব টাকা চেয়ে বললে,—তোমার থলির সব টাকা দেও, তবে আমি আমার বেহালা খামাচ্ছি। সুদখোঁর নাচতে নাচতেই কথা বলতে লাগলো। সে প্রথমে পঞ্চাশ টাকা দিতে চাইলে, তারপর ক্রমশ: বাড়াতে লাগলো। কিন্তু যখন স্থদখোর দেখলে যে, একশো টাকার কমে রফ হওয়া অসম্ভব, তখন লে প্রাণের দায়ে সব টাকা দিতে রাজী হলো। সেই টাকার গলি, বেহালা, ধনুক সব নিয়ে ধৰ্ম্মদাস সেখান থেকে বাড়ীর দিকে রওনা হলো। সেই সুদখোঁর ছেড়া কাপড়ে ও রক্তমাখা দেহে কোনো রকমে ঝোপ থেকে বেরিয়ে বাড়ীর পথে যেতে