পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--------------------- ক্ষিতিমণ্ডলের মাটি-পাথর পর পৃষ্ঠায়ু যে চিত্রটি - - - - - - - - - কিন্তু প্রথম মৃগ হতে আজ ©- - o - - দিলাম, তা বেশ করে দেখে কিছু ঘটেছে, তার নিও বড় বড় নামগুলো পড়ে "; இங் স্পষ্ট আভাস আমরা পাই ঘেবড়ে ঘেও না । ওগুলো নাম মাত্র। নামের বদলে এক দুই তিন নম্বর দিলেও চলত। তবে তোমরা অনেকে হয় ত বড় হয়ে ভূতত্ব ভাল করে শিখতে চাইবে । তাই, নামগুলোর সঙ্গে এখন থেকে পরিচয় করে দিতে চাই । পৃথিবী কি করে ধীরে ধীয়ে জমাট বেঁধেছে, তার কতকটা ধারণা তোমাদিকে করে দিয়েছি পুৰ্ব্ব বারে । এই জমাট বাধার সময় কি কি ঘটেছিল, তার প্রত্যক্ষ প্রমাণ আজ পাওয়া যায় না। ভূতত্ত্ববিৎ পণ্ডিতরাও সে বিষয় নিয়ে বিশেষ মাথা ঘামান না। যতটা জমেছে, তারই নাম ক্ষিতিমণ্ডল । জমাট বাধার পর যুগে যুগে এই ভূতলের রূপ কি রকম বদলে বদলে গেছে, এর উপর কখন কোন জন্তু বা কোন উদ্ভিদের আবির্ভাব হয়েছে, তার খবর আমরা পাই ক্ষিতিমণ্ডলের স্তর বা থাকগুলো পরীক্ষা করে। চিত্রটির বা দিক দেখলে বুঝতে পারবে যে, ভূমণ্ডলের জীবনটাকে মোটামুটি চার ভাগ করা श्रघ्नरछ-ञानि, थथम, भ६ ७ नव सूर्श । श्रानि যুগের শেষের দিকটার কথাই আমরা কিছু কিছু জানি। গোড়ার দিকে কি ছিল না ছিল, তার কোন চিহ্নই আজ পাওয়া f#fëwgraf? ('ambrianপ্রমুখ স্তরগুলো পরীক্ষা করে । শামুকগুগলীর খোসা, মাছের কাটা, জানোয়ার ও পার্থীর পঞ্জর, গাছের ডাল-পালা, সব পাওয়া যায় পাথরের, মাটির থাকে থাকে, ভ"াজে ভজে। শুধু তাই নয়, জন্তু ও পাখীর পদচিহ্ন, জোয়ার-ভাটার স্রোতের টান, রুষ্টির ফোটা পড়ে ছোট ছোট ছিদ্র, সবই সযত্নে রাখা আছে মাটি-পাথরেল স্তরে স্তরে । তবে, একটা বিষয়ে তোমাদিকে সাবধান করে দিতে চাই। তোমরা যেন মনে কোরে না যে, এই স্তরগুলো একেবারে পেয়াজের গোগার মতন সাজান রয়েছে, যেন পৰ্ব্বত্র উপরেই আধুনিক যুগের, তার নীচে নবযুগের, তার নীচে মধ্যযুগের, তার নীচে প্রথম যুগের আর ভেতরে আদি-যুগের স্তর পাবে। মোটেই ত নয় । পেয়াজটাকে পাথরে ঘষে নিলে যে রকম নানাজায়গায় ভেতরের স্তর বাঙ্গিরে এসে পড়ে, পৃথিবীরও সেই অবস্থা। হয়ত এমন হতে পারে যে, একটা গায়ে মাঠে বেড়াতে গিয়ে আধুনিক পলিমাটির উপর বেড়াচ্ছ, কিন্তু তার পাশের গায়ে চলছ কান্ধীয় স্তরের ট্রাইলোবাইট কাকড়ার পঞ্জরের উপর। কি কারণে স্তরগুলো এ রকম ওলট-পালট হয়ে যায়, বা দুমড়ে যায়, বা ভেঙ্গে যায়, তা তোমরা ক্রমশ: বুঝবে। এ সবই ভূগর্ভের আগুনের খেলা। কিন্তু কোথাও y |