পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t ومحمدf বন্ধুবান্ধবদের কথায় রত্নেশ্বর অন্দরে গিয়া ডোমনী মেয়েকে বলিল, "আমি বাণিজো যাব, তার জন্তে লক্ষ্মী পূজা করার দরকার ; ভিতর বাড়ীতে তুমি

들 를 - - 遷 - - o | 曬 |WIIII আগে চলেন পিটুলি দিয়। আলপন। আকিল আলপন দিয়া বাখে। তারপর চুপে চুপে কাজলরেখাকে ও ডাকি। সে বাড়ির বাড়ীতে লক্ষ্মী পূজার আলপন দিতে বলিল । ডোমনী মেয়ে সাপ দি- বিছানায় গড়া হয়। সন্ধার আগে উঠিল । তারপর আধোমু গায়ে, আধোয়। কাপড়ে এক বাট ময়দার গোল লইয়া ভিতর-বাড়ীতে আল্পনা পিতে এপিল । আলপনায়ু সে আকিয়া বাথিল কাকের ঠাং, বকে ঠাং, ডাল, কুলা, ধাম৷ গুগলী, আর কাছিমের ডিম! কাজলরেখা সারাদিন উপোষী থাকিয়। সন্ধার আগে স্নান করিয়। আলিল । ঠাব পর আলোচলের পিটুলি দিয়া আল্পনা আকিল স্থলপদ্ম, জলপদ্ম, আর শতদল পদ্মের মধ্যে নন। দেবদেবীর মূৰ্ত্তি। সন্ধার পর বন্ধুবান্ধবগণকে লঙ্গে লইয়া রত্নেশ্বর লুন্নভী আলপন। দেখিতে আসিল। প্রথমে বাহির বাড়ীতে কাজলরেখার আলপনা দেখিয়া সকলেই মহা খুলী ; কিন্তু ভিতর বাড়ীতে পা দিয়া তাহারা অবাক! এ কি রকম আল্পনা ! বন্ধুবান্ধবেরা বলাবলি করিতে লাগিল "বড়েশ্বরের বোঁ কি ডোমনী বেটী, না জেলেনী মেয়ে !" কিন্তু একদিনের পরীক্ষায় বিচার চলে না। বন্ধুবান্ধবের বলিল, “আর এক পরীক্ষা হোক। তুমি তো বাণিজ্যে যাবে, বলেছ। বলে গিয়ে বাণিজ্যে যাবার আগে বন্ধুবান্ধবদের খাওয়াতে হবে । তারপল এক একজনকে এক একদিন রাধতে বলে। রান্না দেখে বোঝা যাবে কার কোন বংশে জন্ম ।’ বন্ধুবান্ধপদের কথায় রয়েশ্বর প্রথমে ডোমনী মেয়ের কাছে পলিল 'বাণিজো যাবার আগে বন্ধুবান্ধবদের খাওয়াতে হবে । তুমি নিজে আজ একটু ভালআ ভালো রাধে গিয়ে দেখি । ডোমনী মেয়ে সারাদিন বিছানায় গড়াঙ্গয়া সন্ধার আগে উঠিল । তারপর আধোয়া গায়ে আধোয়া কাপড়ে রান্না ঘরে গিয়া রান্না করিতে বসিল । আর বাছি। লাছিয়া রান্না করিল আপনী কচল শাক, অসিদ্ধ পোড়েল ঘণ্ট, অর্কুটন্ত গেসারীর দাল, আর শু টকি মাছের চচ্চড়ি । রাত্রে বন্ধ বান্ধবের পাইতে বগিয়া কাণাকণি করিতে লাগিল রিত্নেশ্বর বোঁ কি ডোমনীর বেটা, না পেলেনীর মেয়ে ।” BEBB SCT SBB BBSCBBBB BBBBBBB পাওয়ার কথা বলিয়। রাধিতে বলিল । কাজলরেখা নাইয়া ধুইয়া আসিয়া খাবার জিনিষপত্র জোগাড় করিল। তারপর রান্নাঘরে গিয়া উতুন ধরাইয়। একে একে রাধিয়া রাখিল বত্রিশ ব্যঞ্জন, ছত্রিশ ভাজা, দাল, ডালনা, চাটনি, পোলাও, পায়ুস আর হরেক রকম পিঠা । বন্ধুবান্ধবেরা খাইতে বসিয়া খাবার জিনিষ দেখিয়া মহাপুলী । কিন্তু দুইদিনের পরীক্ষা ও যথেষ্ট নখে । বন্ধুবান্ধলেরা পলিল 'কথায় বলে তিন তিনবার। আর একটা পরীক্ষাও হোক।’ এবারের পরীক্ষা কি হইবে, কেহই ঠিক করিতে পারে না। ভাবিয়া চিন্তিয়া শেষে এক বন্ধু বলিল--- ‘তুমি দুজনকেই বলোগিয়ে ভাটিয়াল রাজা এদেশে আসবে শোনা যাচ্ছে। সে আসলে কারুর রক্ষে নেই। »२२२