পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|-o-o-o-o-o-o: - ---4 গ্রহকে পর্য্যবেক্ষণ করিতে আরম্ভ করেন । গালিলিও, তাহার দূরবীণ দিয়া বৃহস্পতির চারিটি চাদ আছে, তাহা পূৰ্ব্বেই স্থির করিয়াছিলেন। রোয়েমারও এই "C" 에 一、 - * - বৃহস্পতির ছায়ার দ্বারা গ্রাসোয়ুখ উপগ্রহ চারিটি চাদের কথাই জানিতেন। এখন অবহু খুব বড় বড় দূরবীণ দিয়া দেখিয়া বৃহস্পতির নয়টি চাদের কথা আমরা জানি এবং অল্প কয়েক দিন হষ্টল তাহাতে আবার আরও একটি যোগ হইয়াছে। সে --- 3 Ց* > BBeSDDM MKBDBB BBBDS AAAAAS যাহাই হউক, বৃহস্পতির এই চাদগুলিতে কি ভাবে গ্রহণ লাগে, রোধুেমার তাহারই তখন গবেষণা করিতেছিলেন। বৃহস্পতির সকলের চেয়ে নিকটস্থ চাদটির নাম গ্যালিলিও ইয়ো (Io) দিয়াছেন । এই ইয়ে। বৃহস্পতিকে খুবই তাড়াতাড়ি প্রদক্ষিণ করিয়া থাকে। পৃথিবীর চাদ পৃথিবীকে প্রদক্ষিণ করিতে প্রায় ত্রিশ দিন সময় লইয়া থাকে। ইয়ে অর্থাৎ বৃহস্পতির নিকটতম চাদটি (গালিলিওর সময়ে ইয়োহ অবশু নিকটতম বলিয়া জানা ছিল। ইয়ো অপেক্ষা নিকটতর চাদ বৃহস্পতির আরও আছে, তাহা পরবত্তিকালে জ্যোতিবিদ বার্ণাও সাহেব লিকুমানমন্দিরের দূরবীণ দিয়া দেখিতে পান ) বৃহস্পতিকে ৪৭ দিনে প্রদক্ষিণ করে । বৃহস্পতির একদিন আমাদের প্রায় দশ ঘণ্টার সমান । এই জন্য পৃথিবীর সময় লইয়া হিসাব করিলে দেখা যায় যে, ইয়ো প্রায় ৪২ ঘণ্টায় বুহম্পতিকে একবার প্রদক্ষিণ করিয়া থাকে। যে উপগ্রহ যত বেশী বার তাহার মুল গ্রহকে প্রদক্ষিণ করে, তাহাতে তত বেশী বার গ্রহণ লাগিবার সম্ভাবনা । তাই ইয়োতে অনবরত গ্রহণ লাগিয়াই আছে। রোয়েমারের তাহাতে সুবিধাই ছিল, কারণ তখন তিনি গ্রহণই পৰ্য্যবেক্ষণ করিতে চাহিতেছিলেন । জ্যোতিবিদ রোয়েমার এই চাদটিকে তার দূরবীণটি দিয়া নিরীক্ষণ করিতে লাগিলেন। চাদটি বৃহস্পতি পৃষ্ঠ হইতে সরিয়া সরিয়া এক পাশে আপিয়া উপস্থিত হইল। তাছার পর সে এই প্রকাও গ্রহটির ছায়ার মধ্যে ডুবিয়া গেল। জ্যোতিৰ্ব্বিদের মনে হইল, আকাশের ছোট্ট একটি দাপ যেন হঠাৎ নিবিয়া গেল। কিছুক্ষণ অতিবাহিত হইবার পর চাদটি গ্রহটির অপর পাশ দিয়। আবার ফুটিয়া উঠিল । প্যালেক্ষণকারার মনে হইল, দীপটি যেমন হঠাৎ নিভিয়াছিল তেমনিই অকস্মাৎ আবার জলিয়াউঠিল। রোয়েমাৱ সৰ্ব্ব প্রথমে বৃহস্পতির এই উপগ্রহটির পর পর দুইবার জলিয়া ওঠা হইতে বৃহস্পতিকে তাহার একবার প্রদক্ষিণ করিবার সময় অনায়াসে বাহির করিয়া ফেলিলেন । তিনি দেখিলেন যে, এই উপগ্রহটি এই ভাবে প্রদক্ষিণ করিতে ৪২ ঘণ্টা ২৮ মিনিট ৩৫ সেকেও সময় লইয়া থাকে। এই প্রদক্ষিণ করিবার সময় তিনি এত সঠিকভাবে নিৰ্দ্ধারণ করিয়াছিলেন যে, এক শত বার প্রদক্ষিণ কfরতে তাঙ্কার কত সময় লাগিবে, তাছাও তিনি নিভুলক্কপে বলিয়া দিতে সমর্থ হইবেন এইরূপ বিশ্বাস তাহার মনে - -Idl