পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SYB DDBSBBBY0u uBSBBS S এ সময়ে জর্জ (George) নামে এক যুলক আপনাকে বীর (Knight) বলিয়া পরিগণিত তই লার জন্য গ্লোরিয়ানার কাছে আসিয়াছিল। তিনি তাহাকে এই তুঃসাহসিক কার্যে নিযুক্ত করিলেন। সে উজ্জ্বল বৰ্ম্ম পরিয়৷ ই উনার সঙ্গে চলিল,— তার হাতে ছিল ঢাল এবং সেই ঢালে একটি লাল ক্র,শ অ'ক ছিল। এই জন্য তাঙ্গার নাম হইল লাল ক্রুশের বীর (Red Cross ইউনা Knight) । সে ধৰ্ম্মের প্রতীক । ইউনা এবং জর্জ দুই জনে বাতির হইল দৈত্যকে বধ করিবার মত দুঃসাহসিক কাৰ্য্য করিতে । প্রথমে ভুল (Error) নামে দৈত্যের সহিত তাহাদের সংঘর্ষ ঘটিয়াছিল। বীরপুরুষ তাহাকে হত্যা করিয়া নানা নুতন নুতন বিপদের মধ্য দিয়া দুৰ্জ্জয় জয়-যাত্রার পথে অগ্রসর হইয়াছিল । বন-পথের ভিতর দিয়া যাইতে যাইতে ইউন) ও জ ভক্ত পথ হারাষ্টয়া ঠাতারা একটা বড় গুহার মুখে আসিল । এই গুহার মধ্যে থাকিত সেই দৈত্য ; যাহার নাম ভুল। একথা ইউন জানিত ! তা চ পীর প্রবন্ধকে গুহ1র মধে। ঢকিতে বারণ করিল। কিন্তু জর্জ তহবি কথা শুনিল না ; সে হ ডনাকেও নানা কথায় উৎসাহিত করিয়া বাহিরে রাখিয়া সেই ভীষণ গহবরে প্রবেশ করিল। গুহার পথে এক বৃদ্ধের সহিত সাক্ষাৎ হুইল মধ্যে প্রবেশ করা মাত্র 'ভুল' ভীষণাকার ড্রাগনের আকারে তাহাকে আক্রমণ করিল, এবং বীরপুরুষকে জড়াইয়া ধরিল । এই সময়ে তাহাকে খুব উৎসাহিত করিল। জর্জ এক হাতে নাগপাশের বন্ধন মুক্ত করিতে লাগিল এবং অপর হাত দিয়া ভীষণ জোরে তরওয়ালের আঘাত করিয়া ড্রাগনটার মাথ৷ কাটিয়া ফেলিল। এই ভাবে সেই গুহা


>st ed --

ইউনা t