পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

----- হইতে মুক্তিলাভ করিয়৷ তাতার বাহির হইয়া পড়িল এবং পুনরায় পথ খুজিতে খুজিতে তাঙ্গদের সঙ্গে এক জন বুদ্ধের সাক্ষাৎ হইল । র্তাহার পরিধানে সন্ন্যাসীর বেশ ! সন্ন্যাসীর বেশ তইলে কি হইবে ? লোকটি অtrদী পাৰ্ম্মিক পুরুষ ময়, সে ছিল এক সয়তান ! জর্জ ও ড্রাগন *14 -f- offo alcotl (Archimago) সে সয়তান ও যাদুকর। ইউনা ও লাল ক্রুশের বীর এক গা জানিত না, সুতরাং তাহারা এইরূপ একজন লোকের আশ্রয় পাইয়া নিশ্চিস্ত মনে তাতার সঙ্গি ও গেল এবং তাকার দেওয়া খাদ্য গ্রহণ করিয়া সেইখানেই আশ্রয় লইল । আfকমাগোব মনোগত আভিলাষ ছিল, তাহাদের তু’জনকে বিচ্ছিন্ন করিযা দেওয়া । সে জানিত, ইহারা দুইজনে যদি এক সঙ্গে থাকে, তাঙ্গা হইলে তাহার অভীষ্ট-সিদ্ধি হইবে না, বরং বিপদের সম্ভাবনাই বেশী। সে কৌশল করিয়া দুইজনের বিচ্ছিন্নতার কারণ ঘটাইল । আকিমাগো লাল ক্রুশের বীরকে স্বপ্নে দেখাইলেন যে, তাহার সঙ্গিনী ইউনা অতি তুষ্ট স্ত্রীলোক। জর্জ এইরূপ দুঃস্বপ্ন - -- শিশু-জ্ঞাঙ্কভী । ما.3 م দেখিয়া ভয়ানক ভয় পাইল এবং ইউনাকে না জাগাইয়া পলাইয়া গেল । জগুজ্জ বনে একা এক ঘুরিতে ঘুরিতে অজানা পথে চলিতে লাগিল । সেই পথে তাহার সহিত অার একজন বীবের সাক্ষাৎ হইল-ইহার atz of otii (Faithless) তাহার সঙ্গে এক অতি সুন্দরী স্ত্রীলোক ছিল । তাহার পরিধানে লাল কাপড়, পায়ে নুপুর ; যখন সে ঘোড়ায় চড়িয চলিতে থাকি • তখন তার নুপুরের রুধু রন্ধু ঝুণু ঝুনু শব্দে চারিদি ক ধ্বনিত ত তয়৷ উঠিত । অবিশ্বাসীর সঙ্গিত লাল কশের বীরের যুদ্ধ পাধিয়া গেল । এই যুদ্ধে স্ত্রীলোকটি ঘোড়ায় চড়িয়া পলায়ন করিল অবিশ্বাসীর পরাজয় ও মৃত্যু হইল। সুযোগ পাইয়া অবিশ্বাসের সঙ্গিনী গ্রীলোকটি পলtয়ন করিল। লাল কশের বীর ছুটিলেন -