পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSASAS SYBSDSDB BBeeu BuSBBSAAAAAAAS তাহাকে ধরিবার জন্য তাহার পেছনে । অবশেষে বীরপুরুষ তাহাকে ধরিয়া ফেলিল । ঐ রমণী বলিল, তাহার নাম বিশ্বাস (Faith)। অবিশ্বাসী তাঙ্গর সঙ্গীয় অপর :বীরপুরুষকে হত্যা করিয়: তাহাকে লইয়া আসিয়াছে । কথাটা একেবারেই সত্য নয় । এই নারীর যথার্থ নাম বিশ্বাস নয়, তাহার প্রকৃত নাম মিথ্য (Falsehood)।


. .* *


--- معح===-------س-اے ستہ ..” -" - অহঙ্কারের রাণীর প্রাসাদ লাল ক্রুশের বীর ই হার সৌন্দর্য। দেখিয়া মুগ্ধ হইল। সে তাকাকে লইয়া চলিল অহঙ্কারের *tolà (Queen of Pride) zith ICW I as রাণীর মত গব্বি তা রমণী পৃথিবীর কোথাও খুজিয়া পাওয়া যায় না। সে সর্ণবদা দর্পণের নিকট দাড়াইয় তাহার রূপের প্রতিচ্ছবি দেখিত, নিজের রূপ দেখিয়া নিজেই মুগ্ধ হইত। এইখানে আসিয়া বীরের সহিত দেখা হইল অবিশ্বাসীর ভাই নিরানন্দের (Joyless) সহিত। পরের দিন লাল ক্রুশের বীরের সঙ্গে নিরানন্দ বীরের - মল্লযুদ্ধ হইল। এই যুদ্ধে নিরানন্দ হারিয়া গেল । যে সময় বীরপুরুষ যুদ্ধ করিতে করিতে নিরানন্দকে হত্যা করিতে উদ্যত হইয়াছিল, মিথ্যা সে সময় ঘন কালো মেঘে তাহাকে ঢাকিয় ফেলে। শুধু মিথ্যার সহায্যেই নিরানন্দ এবার মৃত্যুর হাত হক্টতে রক্ষণ পায়। রাত্রিকালে জর্জক্ত তাহার বিশ্বাসী ভূত্য বামনের নিকট হইতে জানিতে পারিল, কি ভীষণ বিপজ্জনক স্থানে তাঙ্গর আশ্রয় লইয়াছে। বীর পুরুষ তখন অহঙ্কারের রাজ প্রাসাদ হইতে পলায়ন করিল। মিথ্যার কুহেলি মায়া এখন তাতার হৃদয় হ ষ্টতে অপসারি ত চাই য়াছে, সে এপার প্রাসাদের যথার্থ রূপ দেfগতে পাইল । প্রাসাদ অতি তুচ্ছ ও শুল ভ ধাতু দিয়া নিৰ্ম্মি ত মিপ্যার মোহে কি ভুলষ্ট না হইয়াছে । মিথ্যা যখন বুঝিতে পারিল, তাহার শিকার হাত-ছাড়া ত ষ্টয়াছে. তখন সে তাহার সন্ধ নে বাহির হইল এলং খুজিতে পৃTঞ্জতে এক ছোট নদীর ধাৰে আসিল । এখানে লাল ক্রুশের বীর বিশ্রাম করিতেছিল । তাহাকে দেখিয়া মিথ্যা মাযাবলে একটি সুন্দৰ প্রস্র পণের রূপ ধারণ করিল এবং শুমধুপ কুলু কুলু রব করিয়া বহিয়৷ যাইতে লাগিল। পথশ্রমে ক্লান্ত বীরপুরষ অঞ্জলি ভরিয়া ঐ প্রস্রবণের শীতল বারি পান করিল, কিন্তু এই জল পান করিয়া সে এত তুৰ্ব্বল হইয়া পড়িল যে, তার দাড়াইবার ক্ষমতা পর্যাস্ত লোপ পাইল । লাল ক্রুশের বীর তাহার বর্শ্ব খুলিয়া ফেলিল এবং তাতার ঢাল পাশ্বে রাখিয়। দিল। এমন সময় একজন কদাকার দৈতা তাহার নিকট আসিয়া উপস্থিত হইল । এই দৈত্যের নাম পাপ (Sin)। লাল ক্রুশের বীর এতদূর দুৰ্ব্বল হইয়া পড়িয়াছিল যে, পাপের সঙ্গে যুদ্ধ করিবার ক্ষমতা পৰ্য্যন্ত তাহার ছিল না । মিথ্যার У Ф. ** Mul