পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SYB DSDuBBuBBDD uBBBSA SAASAASSz সেই সয়তান মাদুকর আর্কিমাগো । আইনদ্রোহীর হাতে আাকমাগো প্রাণ তারাইল । ইউনা পলায়ন করিল কিন্তু আইনদ্রোহীর হাত হইতে রক্ষা পাইল ন। গভীর বনের মধ্য দিয়া তাঙ্গাকে লইয়া যাইতেই সে উচৈঃস্বরে চীৎকার • করিয়া কাদিল । বনবাসী বামনগণ তাঙ্গার করুণধ্বনি শুনিতে পাইয়া তাঙ্গার সাহায্যের জন্য ছুটিয়া আসিল । আইনদ্রোহী ভয়ে ভয়ে ছুটিয়া পলাইল। ইউনা কিছুদিন இ.ஆ. -- ইউনা বামনদের সঙ্গে বাস করিল বামনদের সঙ্গে বাস করিল। তাহার। তাহাকে নিজেদের বাড়ীতে পরম সমাদরের সহিত স্থান দান করিল, তাতাকে যথেষ্ট শ্রদ্ধা করিতে লাগিল ; কিন্তু কিছুতেই বামনরা তাহাকে ছাড়িতে চাহিল না । এদিকে শীঘ্রই তাহার বামনের সহিত সাক্ষাৎ সেই বিশ্বাসী হইল । বামন লাল ক্রুশের বীরের পরিত্যক্ত বৰ্ম্ম ও :ঢাল এবং শাদা ঘোড়াটিকে সঙ্গে লইয়া ঘুরিয়া বেড়াইতেছে । ইউনার মনে হইল, বীরপুরুষ আর বাচিয়া নাই । সে শোকে অধীর হইয়া অজ্ঞান হইয়া পড়িল । তাহার : যখন সংজ্ঞা ফিরিয়া আসিল, তখন বামন ইউনাকে বলিল যে, বীরপুরুষের মৃত্যু হয় নাই, সে বাঢ়িয়া আছে, কিন্তু পাপ (Sin) তাহাকে বন্দী করিয়া রাগিয়াঁছে । সে যে লাচিয়া অাছে একথা জানিতে পারিয়া - t - Wi: i یکی یگان too ماجہگائ8; ఫ్త

  • ... on --

o -- - Կ1: - نتيجتده كانتfro ইউনা শোকে অধীর হইয়া পড়িল তাহা হইলে সে চেষ্টা করিয়া তাহাকে মুক্ত করিতে পরিবে, তাতাকে আবার ফিরিয়া পাইবে, তাহার পিতৃরাজ্য আবার ধন-ধান্তে ভরিয়া উঠিবে ! এখন সে মহা দুর্ভাবনায় পড়িল, কি করিয়া, কেমন করিয়া, সে লাল ক্রুশের বীরকে মুক্ত করিতে পারিবে ! কি করিয়া পাপের বক্তমুঠি হইতে তার বীর পুরুষকে

  • 1 |

> 0 on