পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[5] --- শিশু-জ্ঞারতী BBS BBB S BBBB TBB SSSB TBBB চিন্তা, ধান ও জ্ঞান । কিন্তু কোন পপষ্ট ত সে খুজিয়া পাইতেছে না। যেদিকে তাকায়, সেই দিকেই যে নিরাশার ঘন অন্ধকার— আশার ক্ষীণ রশ্মিও ত তাহার মনের অন্ধকার কোণে প্রবেশ করিতে পারে না । পাপ দৈত্য লাঠি লইয়া আসিল সম্ভব ও অসম্ভব কত কথাই না তাহার মনে আসিতেছিল ! এমন সময় রাজকুমার আর্থার যেন দে দূতের মতই তাহার সম্মুখে অtসিয়া উপস্থিত হইলেন । আর্থার ছিলেন সেকালে সব চেয়ে সাহসী, পরাক্রান্ত ও শৌর্য্যীৰ্ঘ্যশালী বীর পুরুষ । ইউনা তাহার -- - কাছে নিজের দুঃখের কথা খুলিয়া বলিল । রাজকুমার আর্থার লাল ক্রুশের বীরকে মুক্ত করিবার প্রতিজ্ঞা করিল এবং তাহাকে সঙ্গে লইয়া পাপের ছুগের নিকট উপস্থিত হইল। অাথারকে দেখা মাত্রেই পাপ দৈত্য হাতে লাঠি লইয়া হা-হা করিতে করিতে আসিতে লাগিল । আর একটা ভীষণ দৈত্যের উপর উপনিষ্ট মিথ্যা (Falsehood) তাহাদের আক্রমণ কবিতে আসিল, আর্থার অমনি একটু সরিয়া গেল। কাজেই, পাপের লাঠিখানি ভীষণবেগে মাটিতে আহত তষ্টয়া অনেকখানি মাটির ভিতরেই প্রোথিত হইয়া গেল । পড়িয়া গেল একটা আকস্মিক বিপদের হাঙ্কে, সে যে কি ভালে আপনাকে বঁাচাইবে তাতাক্ট কাজেক্ট পপ দৈত্য স্থির করিতে পারিতেছিল না । এই সযোগে আর্থার তাহার বালু আর্থার তাহার বাহু কাটিয়া ফেলিল ফেলিল । ভীষণাকার দৈতের উপর মিথ্যা বসিয়াছিল, সে আর্থারকে আক্রমণ করিতে আসিল কিন্তু আর্থারের অনুচর (Squire) তাহার গতি রোধ করিল। মিথ্যা কতকগুলি বিষ তাহার উপর নিক্ষেপ করিল এবং সে হতচেতন হইয়া মাটিতে যে > d > *