পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ-শ সমুদ্রের জোয়ার-ভাটাও জলেল খেল। চন্দ্রস্বদের আকর্ষণে ও পুপিৰী যুণ্যমাণ থাকায় হ হ স্পষ্ট হয় । জীবের স্পষ্ট ব্যাপারে ৪ জলের প্রাধান্ত উপলব্ধি করি। সমুদ্রের জল হইতেই জীবের প্রথম স্ষ্টি । ক্রমবিকাশে মানব উৎপন্ন, তাক আজও তferর শরীরের দুইতৃতীয়াংশ পদার্থ হ জল । শুধু তাহাই নছে, সমুদ-জলে যে সকল লৰণ পাওয়া যায়, আমাদের শরীরে সেই গুলিই সেই রূপ আপেক্ষিক পরিমাণে অাছে। চিকিৎসায়ু সে লবণাক্ত জল বাবছ|ব হয়, তাছাও সমুদ-জলের অনুরূপ করিয়৷ প্রস্বত হয় । বাতাসের পরেই আমাদের শরীরে জলের কি পরিমান প্রয়োজন, জল-পিপাসার সময়ে আমরা তাহা কতকটা বুঝিতে পারি। লোকে পিপাসায় কি না পান করিয়াছে, পিপাসার কল্পে পাগল পর্মান্ত হইয়া গিয়াছে । জলৰঞ্চিত অবস্থায় আমরা কয়েক দিনেই মৃত্যুমুখে পতিত তই । আমাদেব সকল খাদ্যেই জল আছে ও বহুবিধ থাদ্যদ্রব্য আমরা জলে সিদ্ধ করিয়া খাই । সিদ্ধ করায়, তাই!fদগের ভিতর ভৌতিক ও রাসায়নিক অনেক পরিবর্তন সাধিত হয় । চালে ও ভাতে, কাচা মাংসে ও সিদ্ধ মাংসে অনেক তফাৎ, তাহ। তোমরা বেশ বোঝ। বড় হইয়া রসায়ন পাঠ করিলে তোমরা ইহা অারও ভাল করিয়া বুঝিতে পরিবে । মানুষ জল চাঙ্কে, কারণ তাহার শরীরের দুইতৃতীয়াংশের অধিক জল। পাপ্ত তরল অবস্থায় পরিণত না হইলে তাহার শারীরযস্ব তাe! গ্রহণ করিতে সমর্থ হয়ন। শরীরের ক্লেদ ও দূষিত পদার্থ সমূহ জলীয় রূপেই নির্গত হয় । তাহার প্রতোক দৈহিক প্রয়োজনে জল অবিশু ক হয় । দেশের জল-বাতাস মানুষের স্বাস্থ্য ও প্রকৃতির উপর কতট। প্রভাব বিস্তার করে, ५.गाग्रI c"ाम। ՀՆէ զa շ5 יו-!!" 에 וש-fa #וiווי জল বাতাস ও তাং সৰ্ব্বদা ব্যবহৃত “অাৰহাওয়া” প্রকৃতি ৰা “জল-বাতাস” কথা দুইটি হইতেই cदाकI1 पIग्न । বৃক্ষ লতাদির উৎপত্তি ও তাহদের চাষবাসের মলেও জলের ক্রিযু উপলব্ধি করি। লক্ষ-লতাদির পচনাবশেষ ও বলি, চণ ইতাtfদর নানাধিকো বিভিন্ন পকারের মৃত্তিকা *য় । মিশণটি ঠাল না হওয়ায় তাহার গঠনে বিভিন্ন প্রকারের শত সহস্ৰ নালিক ৰ৷ স্বগ ছিদ্র পাকিয় যায়। এই নালিকা গুলি বাহিয়৷ মুক্তিকার অভ্যস্তরের জল উপরে উঠে এবং এই রূপে জলের চলাচল হয় । বায় প্রবন্ধে সমুদ্র হইতে মেঘের, ও মেঘ হইতে বৃষ্টির স্তষ্টির কথা পড়িয়াছ । বাতাসে কিরূপে ও কোন সময়ে কতখানি জল প্রবেশ করে, কিরূপে মেঘ, কুয়াসা ও বৃষ্টির স্মৃষ্টি হয়, কথন রষ্টি হয়, কিরূপ বস্তু সমগ্ৰ বা তাস হইতে জল টানে ও কিরূপ ৰঙ্গ বাতাসে নিজের শরীরের জল বাকির করিয়া দেয়, এইরূপ বহুবিধ কথার ঐ প্রবন্ধে বিস্তাবিত বর্ণনা আছে। এইগুলির জন্য সেই প্রবন্ধটি আর একবার পড়িয়া লও। এ স্থলে, সেইগুলি ছাড়িয়া দেওয়া শুইল । কোথায় কত বৃষ্টি হয়, তাঙ্গ নিকটস্থ পৰ্ব্বত, বায়ুর গতি, বাদুর তাপ, মেঘের সঞ্চার 4? ইত্যাদি বহুবিধ ব্যাপারের উপর নিভর করে । ভারতবর্ষে, আসামের চেরাপুঞ্জীতে সকল স্থান অপেক্ষা অধিক বৃষ্টি হয়। তোমরা খবরের কাগজ দেখ কি ? তাহাতে বিভিন্ন স্থানে কতটা বৃষ্টি কইয়াছে ও সাধারণতঃ কতটা হয়, তাe1 লেখা থাকে। সরকারী একটি বিভাগ শুধু তাপ-বৃষ্টির পরিমাণ ও ৩ৎপম্বন্ধেই আলোচনা করে । বুষ্টির জলের পরিমাণ মাপিবার জন্য এক প্রকার যঙ্গ অাছে। মৃত্তিক পরিমিত ভাবে আগ্র ও উৰ্ব্বর রাখিবার জন্ত কৃষকের তাহার উপর পাতা, খড়, পুরাতন আবর্জনা প্রভৃতি বিছাক্রয়। রাথে । জলের, কৈশিক নালিকাতে প্রসারিত হইবার লোক আছে। ইহার আরও উদাহরণ আমরা স্পঞ্জে, গামছায় এবং ব্লটাং কাগজে পাই । কালি শুষ্ক করিতে ব্লুটাং কাগজের ব্যবহাৱে তোমরা দেখিয়াছ কি যে কালির জলীয় অংশ ব্ৰটীং কাগজের স্বগ নালিক। গুলিতে কিরূপ ভাবে প্রসারিত হইয়া যায়। তরু-লতার শিকড়গুলি তাঁহাদের খাদ্য মাটি হইতে পায়। তাহারা মাটি খায় না। সার প্রভৃতি তাহীদের

  • *ifirট পাপ
  • য়াল মেল ও পুষ্টি

গামছা ও ব্লটিকাগজ YG 80: 20–F. 4