পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f sf খাদ্যসমূহ উপরিউক্ত জলে দ্রবীভূত অবস্থায় মাটিতে থাকে। শিকড় সেই রস ভৌতিক রসায়ন ক্রিয়া যোগে নিজের কোষগুলির ভিতর গ্রহণ করে। মৃত্তিকার অভাবে, এমন কি কাঠের গুড়ির ভিতর বীজ অঙ্কুরিত করা যায়, যদি তাহা বীজের থাস্তমিশ্রিষ্ঠ জলে অাদ রাখা হয় । --- তর-লতার *tश्च क्षींश्द्र নদীর তীরে গাছ-পালার সরসতা যে স্থানে জল নাই,তাহা মরুভূমিতে পরিণত হইয়া পড়ে। নদীমাতৃক দেশ কিরূপ উৰ্ব্বর হয়, তাহা তোমরা সকলেই জান। বোধ হয় এই জন্যই গঙ্গা, যমুনা, গোদাবরী, নৰ্ম্মদ, নীল প্রভৃতি বহু নদ-নদীর এত মাহাত্ম্য কীৰ্ত্তিত হয়। জল বিনা বৃক্ষলতাদি বাচিয়া থাকিতে পারে না। চাষবাসের

  • জন্য কত রকমের জলসেচন প্রণালী

iन्दूत्वप्डौ হইয়াছে। খান খনন ও তাহা বজায় রাখা পুর্ভ বিভাগের একটি প্রধান কাজ। এই খাল খননে কত রকমের এঞ্জিনিয়ারী বুদ্ধির প্রয়োগ হইয়াছে। কোথাও নদীর উপর দিয়া আড়াআড়ি ভাবে ইহা আনীত হইয়াছে, আবার কোথাও বা ভূগড়ের ভিতর দিয়া চালিত হইয়া অন্ত স্থানে আনয়ন করা হইয়াছে। জল নিজের উপরিতল সমান রাশিবার চেষ্টা করে মরুভূমির ধারের গাছ-পালার অবস্থা বলিয়া, এইরূপ খালে এক প্রাস্ত হইতে অন্তপ্রান্তে জল লইয়া আসা সম্ভবপর হইয়াছে। জল লেচনের জন্য কত প্রকারের যন্ত্র অবিস্কত হইয়াছে। ইহাদের ভিতর দুই একটি যন্ত্র, গ্রামে কৃষকদিগের ব্যবহারে তোমরা নিশ্চয়ই দেখিয়া থাকিবে । পিচকারী. জলনিষ্কাশনী যন্ত্র ইত্যাদির কথা তোমরা বায়ু демия5я чт. আবিষ্ণুত হইয়াছে। নদ, নদী, কুপ ও পুষ্করিণী ত প্রবন্ধে পড়িয়াছে। এখানে আর তাহার বর্ণনা • আছেই,ইহার উপর কতরকমের বিল ও খালনিৰ্ম্মিত করিলাম না । - --- >Q8S -۴- تم-e------------