পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•ि(Cs-पछान्छाष्टौ পদ্ম শুকাইয়াঙ্গে, ভ্রমর আসে না ; পগিকের পিপাসা পাইয়াছে, জল পায় না। দিন দিন সরোবর অগভীর হইয়া যাইতেছে, ७थन७ शृथिदी उद्रिग्ना द्रट्टेि झग्न न। यनि সময়ের দিক না চাহিয়া বৃষ্টি হয়, তলে তাঙ্গাতে কি ফল ? দিনে প্রদীপ জ্বলিলে কি লাভ ? বিদ্যাপতি অসময়ের কথা দুৰ্দ্দিনের কথা বলিতেছেন, এক আজলা জল পাইলেও মূচ্চিত ব্যক্তি বঁাচে । অর্থাৎ সময়ে যোগাযোগ না হইলে কোন ফল নাই । বিদ্যাপতির দুই একটি প্রসিদ্ধ পদ এইখানে দি.ে গুটি । নমুনা নিন্দ .গ ও পয়ানক *াস । মুখ গে ও পিপ সঙ্গ দুপ মধু পাস ৷ ভণই বিদ্যাপতি শুন বরনারি। স্ব জনক কদিন দিপস দুই চাবি ৷ বিদ্যাপতির পদাবলীতে অনেক সময় র্তাহার রাজা শিপসিংহ ও রাণী লছিম দেবীর নাম পাওয়া যায়। নিজের পিতা, মাত, বন্ধু ইহাদের নামও করিয়া গিয়াছেন; সে সকল হইল ই সারায় । তখনকার পণ্ডিতেরা ও কবির। কলিতায় কেয়ালী রচনা কয়িয়া শ্রোতুলগের কৌতুক বিধান করিতেন,—বিদ্যাপতি ও তাঙ্গাদের মত প্ৰহেলিক। লিখিয়াছেন । শিলের স্তব, গঙ্গার স্তুতি, এমন কি স্ত্রী-আচারের গানও তাহার নামে চলে। কিন্তু তা হার প্রধান কথা হইতেছে রাধাকৃষ্ণের মিলনানন্দ । তাহার কপাই নানাপ্রকারে নানা বৈচিত্র্যের ভিতর দিয়া বর্ণনা করিয়া গিয়াছেন। তিনি এত বড় কবি ছিলেন এবং এভালে পদ গুলি বাধিয়াছেন যে এতদিন চলিয়া গিয়াছে এবং মৈথিল ভাষার সহিত বাঙ্গলার ক্রমাগত বিচ্ছেদ বাড়িতেছে তাহা সত্ত্বেও পণ্ডিত রসিক এবং বৈষ্ণবেরা র্তাহার পদ পড়িয়া ও আবৃত্তি করিয়া আনন্দ পাইয়া থাকেন। Xd ԳՆ কি কহিব রে সখি অtশন্দ ওল । চিরদিনে মাপব মন্দিরে মোর ॥ পাপ সুধাকর যত দুখ দেল । পিয়া মুখ দরশনে তত সুখ ভেল । শ{চর ভরিয়া যদি মখালিপি পাই । তব ছাম পিয়া দূর দেশে ন পাঠাই ॥ শীতের ওড়নী পিসা গিরিধের বা । ৭রিষার ছত্র পিয় দরিয়ার না ৷ তনয়ে পিঙ্গাপতি শুন বরনারি। সুজনক প দিবস ছুই চারি ॥ রাপা পলিতেছেন, সখি, আt-1র আনন্দে ব সীমা সাপ কি পলিপ, বহুদিন পরে মাপল আমার মন্দিবে আ সিগাছেন। ৮দ ইস্ট, সে যত দুখ দিয়ছে, কুসন্মূখ দেখিয়া ত ৩ ম্প হইল। গদি শ্রেষ্ঠ রত্ন সচল ভরিয়া পাই, তাe sচলেৰ অামি প্রিয়কে বিদেশে পাঠাইব না। সে যে আমার শীতের আববণ, গীৰ্ম্মেল বায়ু, বসার ছল, সমুদ পার শুই পরে নৌকা । শেষ দুষ্ট পদে বিদ্যাপতি বলিতেছেন, ঙ্গে বরনারি বা শ্রেষ্ঠ নায়িক, শেন,—সে শুজন বা ভাল লোক, তাতার দুখ হুই চারি দিন মাত্র,-–তার পেশী কাল থাকে না । অল্প কয়টি কথায় বিদ্যাপতি কি সুন্দর ভাব ফুটাইয়াছেন, পরে সকল বৈষ্ণব কবি এই ভালেই রচনা করিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু বিদ্যাপতি নুতন পথ দেখাইলেন। চণ্ডীদাস জয়দেবের পরবর্তী এবং বিদ্যাপতিরই সময়কার কলি । তাহার জন্মস্থান বাকুড়া জেলার ছাতনা গ্রামে এলং কৰ্ম্মস্থান বীরভূম জেলার নান্নর সিউড়ি হইতে ২৬, ২৭ মাইল দূরে পূর্বদিকে। নান্নরে. বাস্থলী দেবীর মন্দিরে চণ্ডীদাস গান করিতেন, গান করিয়া দেবীর পূজা করিতেন, গানে তাহার বিশেষ দখল ছিল ; এরূপ গায়ক আরও অনেকে ছিলেন, চণ্ডীদাস তাহাদের -- - --