পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- مسلم-1 |-مجمہ - ما - معم۔ ممممم بخasfجتrtfكة starasa= শীর্ষস্থানীয় । বৈষ্ণব কবিগণ অশেষ ভক্তিভরে বন্দনা করিয়া ছেন,— জয় জয় চণ্ডীদাস দয়াময় মণ্ডিত সকল গুণে । অনুপম যার যশ রসায়ন গাওত জগত জনে ॥ বি প্ৰকুলভূপ ভুবনে পূজিত অতুল কানন্দদাতা। যার তনু মন রঞ্জন না জানি কি দিমু| করিল পাত ॥ চণ্ডীদাস কঠিন শব্দ খুব অল্পই বা বহার করিয়াছেন ; প্রায় সঙ্গজ লাঙ্গলা শব্দ দিয়৷ কাজ চালাইয়াছেন। কিন্তু সঙ্গজ কথাগুলির डैtश्r८* গিয়া - -- ow-o-o: --- - রন্ধ* تن ِ حُسن؟ ছাতনার বাশুলী মন্দির মধ্যে ভাব কম নাই—ভাবে ভরা র্তাহার পদ, পড়িতে গেলে যে পড়ে তাহাকেও খানিকটা ভাবুক হইতে হয়। - 20–F. 8 ›¢ግዓ অনেক সাধের পরাণ বন্ধুরা = : নয়ানে লুকায়ে খোব। প্রেম চিস্তামণির শোভাতে গাথিয়া হিয়ার মাঝারে লব ॥ বাড়িতে বাড়িতে ফল না বাড়িতে গগনে চড়ালে মোরে । ভূমে না ফেলাও এই নিবেদন তোবে ॥ এই নিবেদন গলায় বসন দিয়া কহি শ্যাম পায় । চণ্ডীদাস কয় জীবনে মরণে না ঠেলিত রাঙা পায় ॥ আমার অনেক সাধের প্রাণের বন্ধু, তাহাকে চোখের মধ্যে লুকাইয়। রাখিব । নয় তো . প্ৰেমচিন্তামণির মালায় গাথিয়া হৃদয়ের মধ্যে লইব । সময় পূর্ণ না হইতেই আমাকে কত বাড়াইলে ! একেবারে আকাশে উঠাইয়া দিয়াছ, এখন আমার নিবেদন যে, আকাশ হইতে মাটিতে ফেলিয়া দিও না, দয়া করিয়া সঙ্গে রাখিয়াছ, এখন দূরে বিদায় করিয়া দিও না ; গলায় কাপড় দিয়া এই অনুরোধ করি, রাঙ্গা পায়ে ঠেলিও না, আশ্রয় যেন আমার বরাবরই থাকে । সহ কেবা শুনাইল গুমি নাম । কাণের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ । না জানি কতেক মধু খাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব সই তারে ॥ সখি, শ্যাম নাম কে শুনাইল ? কাণের ভিতর দিয়া তাহ একেবারে মৰ্ম্মে প্রবেশ করিল, আমার প্রাণ আকুল করিল। শ্যাম নামে কত মধু আছে তাহা জানি না, মুখ যে তাহা ছাড়িতে পারে না, মিষ্টি না হইলে মুখে সে নাম এত কেন চাইবে ? সে নাম জপ করিতে করিতে দেহ অবশ হইল, কোনও কাজে শক্তি রহিল না, এখন তাহাকে গগন হইতে