পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- -


বাঘের কথা | ৰিড়ালের কথা জানিতে পারিয়াছ। এইবার বাঘের কথা বলিতেছি। বাঘ যে বিড়ালজাতীয় জন্তু, সে কথা ত পূৰ্ব্বেই বলিয়াছি। বাঘের স্থায় হিংস্ৰজন্তু পৃথিবীতে বড় একটা দেখা যায় না। বাঘ সিংহ অপেক্ষ আকারে কিছু ছোট ও পরাক্রমে কিছু নুল হইলেও অন্যান্ত জন্তু অপেক্ষ অধিক বলবান ও - শক্তিশালী,-সাধারণ ভাবে একথা - প্রচলিত থাকিলেও অনেকের মতে ৰাঘের গায়েই শক্তি বেশী। সিংহের কেশর আছে ৰলিয়াই তাছাকে দেখিতে বিশ্বীট ও গম্ভীর দেখায়। বাঘের কেশর নাই বলিয়া তাঙ্গাকে তেমন দেখায় না। বাখ দেখিতে অতি সুন্দর। মুখ গোল, পেটের লোম শাদা, সৰ্ব্বাঙ্গ পীত-লোহিত বর্ণের লোমে আবুত এবং दItणद्र लf४ (I صہیےے۔ اینتات -- محبت | ১৫১৮ পৃষ্ঠার পর বজের মতন-রুদ্র মেঘমন্দ্র স্বরে পড়ে আসি অতfকত শিকারের পরে বিদ্যুতের বেগে,অনায়াস সে মহামা, হিংসাতীব্র সে আনন্দ সে দীপ্তগরিমা কোন কোন জাতীয় বাঘের পিঠে কৃষ্ণবর্ণ ও গোল গোল দাগ দাগ থাকে । লেজে আঙ্গুরীয়ের স্থায় কাল কাল রেখা আছে এবং ইহার শেষ ভাগে একটি কাল টিপ আছে। বাঙ্গালাদেশের স্বন্দরবনের বড় বাঘের মত বলশালী জন্তু পৃথিবীতে বড় একটা দেখিতে পাওয়া যায় না। ইংরাজের। এই বাঘের নাম দিয়াছেন Royal Bengal Tiger বা "বাঙ্গলাদেশের রাজকীয় বাখ।” বাঘের বাসস্থান এশিয়া মহাদেশে। পৃথিবীর শার কোনও দেশে বাঘ বাস করে না। চীন, মালয় ও স্বমাত্রা দ্বীপে বাঘ থাকিলেও ঐ সব দেশের বাধ তোমরা অনেকে হয়ত নীচের ইংরাজী কবিতাটি পড়ি- কোরিয়া প্রভৃতি শীতপ্রধান দেশের বরফে ঢাকা য়াছ। বাঘের সম্বন্ধে অতি সুন্দর বর্ণনা ইহাতে আছে Tiger, Tiger, burning bright, In the forests of the night. What immortal hand or eye. Dare fraine thy fearful symmetry. বিশ্বকবি রবীন্দ্রনাথও লিখিয়াছেন— হিংস্র ব্যাক্স অটবীর— আপন প্রচণ্ড বলে প্রকাগু শরীর বহিতেছে অবহেলে, দেহ দীপ্তোজ্জল অরণ্যমেঘের তলে প্রচ্ছন্ন-অনল অঞ্চলেও বাঘ দেখা যায়। সেখানকার বাঘের গায়ে আমাদের দেশের বাঘের চেয়েও বেশী লোম হয়। এশিয়ার নানা দেশে এবং ভারতবর্ষের প্রায় সৰ্ব্বত্রই বাঘ দেখিতে পাওয়া যায়। উত্তরভারত, সুন্দরবন এবং নীলগিরির বনে বাঘ বাস করে। আফগানিস্তান ও বেলুচিস্তানে এবং পারস্ত দেশের এলবার্জ পৰ্ব্বতের দক্ষিণ ভাগে বাঘ নাই। সিংহল দ্বীপে বাঘ নাই। প্রাণিতত্ত্ববিৎ পণ্ডিতেরা বলেন যে, দক্ষিণ ভারতে পূৰ্ব্বে বাঘ ছিল না, অতি অল্প দিন হইতে দক্ষিণ ভারতে বাঘের বাস। এজন্তই সিংহলে বাঘ দেখা যায় না।