পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--------------------------------------به | > || সে কালে শতাণীক নামে এক বিখ্যাত রাজা ছিলেন । স্বগের দেবতাদের সহিত র্তাহার বিশেষ সপ্তাব ছিল। দেবরাজ চন্দ্র তাছার বিশেষ সমাদর করিতেন। কিন্তু এত কথেও তিনি স্বর্থী ছিলেন না। তাহার কোন সন্তানসগুতি ছিল না বলিয়া তিনি সব্বদাই বিষণ্ণ হুইয়া থাকিতেন। শাণ্ডিল মুনির বরে ঠাহার এক পুত্র হয়। সেই পুত্রের নাম হয় সহস্রাণীক । সমাট শতানীকের রাজধানীর নাম ছিল কৌশাম্বী। এলাহবাদ হইতে প্রায় চল্লিশ মাইল দূরে যমুনার তীরে বর্তমান কোসাম নামক স্থানকেই আধুনিক পণ্ডিতগণ কৌশাম্বী বলেন। একবার স্বর্গে দেবতাদের সহিত অসুরদের যুদ্ধ বাধিয়া যায়। সেই যুদ্ধে দেবরাজ আপনার পিতার বীরত্বে আমরা প্রীতিলাভ করিয়াছি ইন্দ্র সমাট শতানীকের সাহায্য প্রার্থনা করিয়া শিশু-জ্ঞাঙ্গাঙ্গী - শতানীক, মন্ত্রী যুগন্ধর ও সেনাপতি স্থপ্রতীকের উপর রাজ্যভার দিয়া অমরাবতীতে চলিয়া গেলেন। অমুরদের সহিত ভয়ানক যুদ্ধে আরম্ভ হইয়া গেল। ছঃখের বিষয়, এই যুদ্ধে জয়লাভ করিয়াও সম্রাট শতানীক নিহত হইলেন। - অস্থরদের সহিত যুদ্ধ জয়লাভ করিয়া দেবরাজ । ইন্দ্র অমরাবতীতে এক মহোৎসবের আয়োজন ' করিলেন। সহস্রাণীক এই মহোৎসবে নিমন্ত্রিত হইয়া মাতলির সহিত অমরাবতীতে গেলেন । নন্দনকাননে দেবতাদের সভা বলিয়াছে। বিজয় উৎসবে দেবতাগণ আনন্দে মগ্ন। দেবরাজ ইন্দ্র সহস্রাণীকের প্রতি সন্তুষ্ট হইয়া বলিলেন, আপনার পিতার বীরত্বে আমরা প্রীতিলাভ করিয়াছি। আপনিও বিশেষ বীৰ্য্যবান, এজন্য আপনার উপযুক্ত পত্নী দেবতাগণ স্থির করিয়া রাখিয়াছেন এবং আপনার সেই ভাৰী পত্নী পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছেন। আপনার সেই ভাবী পত্নীর কথা বলিতেছি, শুনুনা—তিনি অযোধ্যার রাজা কৃতবৰ্ম্মার কন্য। মৃগাবতী। এই মুগাবতীই আপনার মহিষী হুইবেন । এই বলিয়া দেবরাজ সসম্মানে তাহাকে বিদায় করিলেন। ইন্দ্রসারথি মাতলি রথ সাজাইয়া আনিয়। সমাট সহস্ৰাণীককে লইয়া কৌশাম্বী যাইবার উদ্যোগ করিতে লাগিল । (R) সমাট কৌশাঙ্গীতে ফিরিয়া আসিয়া যুগন্ধর প্রভৃতি মন্ত্রিগণকে, ইন্দ্র যাহা বলিয়াছিলেন, তাহ জানাইলেন। মস্নিগণের পরামর্শে এই সংবাদ লইয়া এক রাজদূত অযোধ্যায় গমন করিল। অযোধ্যার রাজা কৃতবৰ্ম্মা ও তদীয় পত্নী লীলাবতী এই শুভ সংবাদে পরম পুলকিত হইয়া সম্বন্ধ স্বীকার করিলেন এবং অল্প দিনের মধ্যেই বিপুল আড়ম্বরে মৃগাবতীর সহিত সমাট সহস্রাণীকের বিবাহ হইয়া গেল। কিছু দিনের পর রাজমন্ত্রী যুগন্ধর, সেনাপতি স্বপ্রতীক ও রাজ্য-অমাত্য প্রত্যেকেই এক এক পুত্র লাভ করিলেন। মন্ত্রী যুগন্ধরের পুত্রের নাম হইল যৌগন্ধরায়ণ, সেনাপতি স্বপ্রতীকের পুত্রের নাম হইল তাহার সারথি মাতলিকে পাঠাইয়া দেন। সমাট রুক্সবানও রাজ অমাত্যের পুত্রের নাম হইল বসন্তৰ । --

  • Q so

---