পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

------ م م م م م م م حمام م fهسrعجe-st=ers=h ----------------- ------ (Arcite) থিন্সয়াস , তাহাদিগকে এথেন্সে লষ্টয়া আসিলেন এবং একটি অন্ধকারময় দ্যগে লন্দী করিয়া রাখিলেন । মে মাস। লসন্তের মায়ামস্ত্রে কি এক অপুৰ্ব্ব মধুরিমায় সমস্ত পুথিবী:পূর্ণ হইয়। উঠিয়ছে ; দিকে দিকে প্রকৃতির আনন্দোৎসব। এমন এক প্রভাত বেলায় এমিলি রাজ্যেষ্ঠানে ফুল তুলিতেছিল, আকিট তাহার কারাকক্ষের জানাল দিয়া তাহাকে দেখিতে পাইল । তাঙ্গার অপরূপ সৌন্দর্য্যে সে মুগ্ধ হইল – সে তাহাকে ভালবাসিল । কিন্তু বন্দী সে — কারা কক্ষের অন্ধকারেই হয়তো তাহার সমস্ত জীলন অতি লাহিত হইলে ! এই সুন্দরীকে পাইবার কোন আশাই তো তাহার নাই । এক হুপিবষহ যাতনায় সে ক্রন্দন করিতে আরম্ভ করিল । তাহার ক্ৰন্দনে আকৃষ্ট ত ইয়া পালামোন জানালার নিকট গেল এবং আর্কিট তাহাকে তাঙ্গার তুঃখের কারণ খুলিয়া বলিল। পালামোন এমিলিকে দেখিল ; সে ও তাতাকে ভালবাসিয়া ফেলিল। আর্কিট তাঙ্গাকে "লিশাসঘাতক ললিয়া তিরস্কার করিল, এবং তুই ভাইয়ের মধ্যে বিরোধের এক স্ব উচ্চ প্রাচার মাথা তুলিয়া উঠিল । একদিন থিয়াস-এর এক বন্ধু,তাহার সঙ্গে দেখা করিতে আসিল । থিবসে বাসকালে অার্কিট-এর সঙ্গে তাহীর পরিচয় ছিল । থিস্বয়াস-এর নিকট সে আর্কিট-এর মুক্তিভিক্ষা করিল । তার কখনও সে এথেন্সে ফিরিবে না, এই সৰ্বে থিস্বয়াস তাঙ্গাকে মুক্তি দিলেন । এই অন্ধকারময় কারাগুহ, এই ঘৃণিত বন্দিজীবন হইতে কোনমতে মুক্তি পাওয়াই ছিল তাহার জীবনের একমাত্র কামা বস্তু, কিন্তু সেই অপ্রত্যাশিত মুক্তি যেদিন তাহার অন্ধকার জীবনের রুদ্ধদ্বারে করাঘাত করিল, স্বাধীন মুক্ত জীবন যখন তাহাকে হাতছানি দিয়া ডাকিল, অসহ্য বিপুল আনন্দে তো তাহার সমস্ত দেহ-মন > 3, 4 o ভরিয়া গেল না—বরং এক সীমাহীন হুঃখের ভারে সে অলসন্ন হইয়া পড়িল । এমিলকে আর দেখিতে পাইবে না ভাবিয়া সে : শোকাভিভূত হইয়া উঠিল । এদিকে পালামোন আর্কিটকে ঈর্ষা করিতে লাগিল । সে মনে করিল, আর্কিট. মুক্তি পাইয়া এমিলির পাণি , প্রার্থনা করিবে এবং এই অপূর্ণব রূপলাবণ্যবতী রমণীর মধুর সাহচর্য্যে তাঙ্গর জীবন মধুময় হইয়া উঠিবে। এমিলির জন্য মনোদুঃখে আর্কিট-এর:দিন কাটিতে লাগিল। একদিন.সে স্বপ্নে দেখিল যে, তাহার এথেন্সে যা ওয়া প্রয়োজন, সে এথেন্স অভিমুখে রওনা হঠল । এদিকে এমিলির কার্য্যাধ্যক্ষ একজন চাকর খুজিতেছিল। নগরে প্রবেশ করিবার মুখেই আর্কিটে-র এর সঙ্গে তাঙ্গার দেখা হইল, এবং হার্কিট এই ভূ ত্যপদ গ্রহণ করিল। তাত কে কাঠ কাটা, জল তোলা প্রভৃতি নীচ কাজ করিতে তইত, তবু তার মত স্থখী, কে ? দিনান্তেও সে একবার এমিলিকে দেখিতে পায় । তাহার কাজে খুসী হইয়া থিয়োস তাহাকে কাৰ্য্যাধক্ষের পদে নিযুক্ত করিলেন ; এই ভাবে সাতটি বৎসর অতিবাহিত হইল । বৎসর আসে, বৎসর যায় ; এই রকম ভাবে কত বৎসর আসিল আবার কত বৎসর চলিয়া গেল ; কিন্তু পালামোন-এর কারাজীবন শেষ হইল না । ইতিমধ্যে তাহার একজন বন্ধু তাহাকে একটি ঔষধ দিল । পালামোন কারারক্ষীকে এই ঔষধ খাওয়াইল । হতচেতন রক্ষী জানিতে ও পারিল না, পালামেনি কখন পলায়ন করিল। নিকটবৰ্ত্তী বনের মধ্যে সে রাত্রি যাপন করিল। পরদিন ১লা মে। অতি প্রত্যুষে ঘুম হইতে উঠিয়া আর্কিট এই বনে আসিয়। উপস্থিত হইল, এবং যেখানে পালামোন লুকাইয়াছিল সেইখানে আসিয়া তাহার দুর্ভাগ্যের জন্য বিলাপ করিতে লাগিল। কত বৎসর চলিয়া গেল, -