পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SuDD DBBBK KOB BBBSAAAAAAAS এখনও তো সে তার মনের অভিপ্রায় এমিলিকে জানাইতে পারল না—এমিলি কে লাভ করিয়া সুখী হইতে পারিল না। পালামোন সব শুনিতে পাষ্টয়া ক্রোধে আত্মহারা হইল। আর্কিটু এমিলিকে ভাল বাসিতে পরিবেন— যদি সে তাহার নিষেধে কৰ্ণপাত না করে, তবে সে ( পালামোন,) তাহাকে হত্যা করিবে বলিয়া ভয় দেখাইতে লাগিল। দুই জনের মধ্যে তুমুল বাক্বিতণ্ডা চলিল। অবশেষে স্থির হইল যুদ্ধে এই বিরোধের মীমাংসা হইবে। পরদিন আর্কিট্‌ তুই জনের জন্যই অস্ত্রশস্ত্র ও বন্ম লইয়। সেই খানে উপস্থিত হইল এবং সুন্দরী এমিলির জন্য দুই ভাই যুদ্ধে প্রবৃত্ত হইল । হঠাৎ একজন অশ্বারোগ চীৎকার করিয়া বললেন, “ই তার পর যে অস্ত্রাদাত করিবে তাহার মুতু আনিলান্য ” এই অশ্বারোগ স্বঘং ডিউক ভিন্ন আর কেহই নহেন । fতনি হিপোলিট ও এমিলিকে লইয়া সেইখানে উপস্থিত হইলেন। পালামোন, ও অকিট যখন তাহদের আত্মপরিচয় দিল এবং কেন তাeারা এই যুদ্ধে প্রবৃত্ত হইয়াছে খুলিয়া বলিল, তখন পিস্থয়াস লfললেন, তোমাদের মরাই উচিত । হিপোলিটা ও এমিলি এই হতভাগা বীর পুরুষদের প্রাণ ভিক্ষ চাহিল ও থিয়েস ও1হাতে সম্মত হইলেন । ডিউকের রাগ পড়িলে তিনি উভয়কে সম্বোধন করিয়া বলিলেন, “দেখ, তোমর দুইজন তো এমিলিকে বিবাহ করিতে পার না, সুতরাং আমি তোমাদিগকে এক বৎসর সময় দিতেছি । ই হার মধ্যে তোমরা উভয়েই ১০০ জন করিয় Knight সংগ্ৰহ করিবে, এবং এক বৎসরের পর এথেন্সে আসিবে। তখন তোমাদের মধ্যে একটি মল্লযুদ্ধ হইবে । তাহাতে যে জিতিবে, সে-ই এমিলিকে বিবাহ করিতে পারিবে । পালামোন, ও আর্কিট, বৎসরাস্তে প্রস্তুত হইয়া এথেন্সে উপস্থিত হইল। থিগুয়াস আদেশ করিলেন, কেহ তরবারি ব্যবহার কfরতে পারবে না, শুধু বর্শ দ্বারা যুদ্ধ করিতে হইবে । যে পক্ষে অধিকসংখ্যক লোক ঘোড়া হইতে পডিয়া যাইবে, সেই পক্ষ পরাজিত হইয়াছে বঙ্কিয়া ধাৰ্য্য করা হইবে । আক্রমণের লেগ রোধ করিতে না পারিয়া শীঘ্রই পালামেন অশ্ব হইতে অবতরণ করিতে বাধ্য হইল, এবং যুদ্ধের নিয়ম ভুলিয়া তাঙ্গারা তরবারি ব্যবহার করিতে আরস্ত কৱিল। থিয়োস যুদ্ধ থামাইয়া দিলেন, এবং আকিট কে জয়ী বলিয়া ঘোষণা করি লেন । কারণ পালামোন, ঘোড়া তই তে পড়িয়া গিয়াছিল । আর্কিট, এমিলির নিকট যাইবার জন্য ঘোড়া ছুটাইল, কিন্তু পথিমধ্যে ঘোড়া ক্টোচট খাইয়া পড়িয়া গেল, এবং আর্কিট, গুরুতররূপে আহত হইল। সকলেই বুঝিতে পারিল আর্কিট, আর বেশীক্ষণ বাfচবে না—মুতুার কালে ছায়া তাহার দৃপ্ত মুখের উপর নামিয়া আসিয়াছে। সে পালামোন, ও এমিলিকে এার কাছে আসিতে বলিল এবং পালামোন, কি একাগ্র ভাবে এমিলিকে ভালবাসে তাহা বলিয় তাহার ভাইকে বিবাহ করিবার জন্য এমিলিকে অনুরোধ করিল। তারপরই মৃত্যুর শীতলস্পর্শে তাহারকণ্ঠ চিরতরে নীরব হঠয়া গেল। পালামোন, আর্কিটের জন্য অনেক শোক করিল। - অবশেযে এক শুভ দিনে এমিলির সঙ্গে পালামোনের বিবাহ হইয়া গেল । চশারের পর যে কবি ইংরাজী সাহিত্যে একটি বিশেষ স্থান অধিকার করিয়াছেন, র্তাহার নাম স্পেন্সার। আমরা ক্রমে ক্রমে স্পেন্সার ও তাহার পরবত্তী কয়েকজন ছোট ছোট কবির কথা বলিব । 》 (r》