পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|D|- -o-o - আমরা এইমাত্র শিখিয়াছি যে, নিমজ্জিত বস্তুকে, তাহার নিজের আয়তনের জলের ওজন, উপরদিকে ঠেলিয়া দেয় । তাই ইহঁতে ইহা প্রমাণিত হইল যে, কোন ও বস্তুকে জলে নিমজ্জিত অবস্থায় ওজন করিলে, তাছার তৎকালীন ওজন, বাস্তব ওজন হইতে কম পাওয়! যাইবে । এই নূ্যনত সেই আয়তনের জলের ওজনের সমান, তাহণ বোধ হয় তোমরা বুঝিতে পারিতেছ। এখন বস্তুটির বাস্তব ওজন এষ্ট নানতার কয় গুণ ইহা বাহির করিলেই, আমরা বস্তুটির আপেক্ষিক গুরুত্ব পাকলাম । সুপণের আপেক্ষিক গুরুত্ব ১৯৩৬ । ধর তোমাকে একখণ্ড স্বর্ণবৎ পদার্থ দেওয়া হইল । ra---- . - --- - - - -, -, --, * |--- - আপেক্ষিক গুরুত্ব বাহির করিবার প্রক্রিয়। বস্তুটি নিরেট হলে, তুমি ইহা স্বর্ণ কি না, এখন অনায়াসেই বলিয়া দিতে পরিবে । তাহার বাস্তব ওজন ও তাছার জলে নিমজ্জিত ওজন বাহির কর ও তাহা ইহঁতে বাস্তব ওজন মুনিতার কয় গুণ বেশ, তাছা দেখ। যদি উৎ উপরিউক্ত ১৯৩৬ গুণ না হয়, তাহা হইলে, ঐ পদার্থটি কখনই থাটি স্বণ হইতে পারেন। দেখ কেমন সহজে বস্বটি নষ্ট না করিয়া, তুমি ইহা স্বর্ণ কি না পলিয়া দিতে পারিলে। এই প্রক্রিয়টি মণীৰ আৰ্কিমিডিসের (Archimedes) *TfR* * I *f- of: পূ: ২৫০ অব্দে গ্ৰীসদেশে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। সেই দেশের সম্রাটের একটি সুন্দর মুকুট ছিল। -- Տ ՀԳ8 •िाष्s-प्छानुज्ञप्डौ তাহা সত্যই থাটি স্ববর্ণের কি না, তাহা মুকুটটিকে না ভাঙ্গিয়া, মাত্ৰ বুদ্ধি বা কৌশলে বাহির করিতে আকিমিডিস সমাট কর্তৃক আর্দিষ্ট ইছলেন। মহাসমস্তার বিষয়। কিছুদিন আর্কিমিডিস কোনও উপায় বাহির করিতে পারিলেন না। একদিন তিনি মানের নিমিত্ত গৃহস্থিত চৌবাচ্চায় অধগাহন করিতেছিলেন, হঠাৎ তাহার মনে হইল জলের আকিমিডিস চৌবাচ্চায় নামিতেছেন ভিতর তাহার শরীর লঘুভার হইয়া গিয়াছে। এই আবিষ্কারে তাহার সমস্ত সমাধানের উপায় হইয়া গেল। কথিত আছে, আনন্দে আত্মহারা হইয়া, বিবস্ত্রাবস্থায়, পথে পথে “পাইয়াছি পাইয়াছি” বলিয়া তিনি চীৎকার করিয়া বেড়াইয়াছিলেন। এক্টরূপে তিনি আপেক্ষিক গুরুত্ব ও তাহ লাহির করিবার উপায়ু আবিষ্কার করেন। তাহার নামের গৌরবে ইহা আকিমিডিসের তত্ত্ব বলিয়া থাত হয়। আরও অনেক প্রকারে আপেক্ষিক গুরুত্ব বাকির করা যায়। এখানে আর একটি উপায়ের বিবরণ দেওয়া গেল । একটি কাচের মাপিবার পাত্রে কোনও একটি দাগ পৰ্য্যন্ত জল ভরিয়া তাহাতে ঘন { 4.