পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مهمتf পূঃ ৭৫ খৃষ্টাব্দ হইতে ১৫০ খৃষ্টাব্দ পর্য্যন্ত যে স্থাপত্যের মধ্যে পরিবর্তন ঘটিয়াছিল, مهم וש কতকগুলি যে গুহা দেখা যায়, সেগুলি খৃঃ পূঃ প্রথম বা দ্বিতীয় শতাব্দীর বলিয়া কথিত অজস্তা গুহার ছাদের আলঙ্কারিক চিত্র fir-0 এই গুহাগুলিতে তাহার যথেষ্ট পরিচয় পাওয়া যায়। এ গুহাগুলির বহির্ভাগও মন্দিবের মত করিয়া কাটিয়া পাহাড়ের কোল হইতে বাতির করা হইয়াছে। এগুলি গুহা-স্থাপত্যেব চূড়ান্ত আদশ। অজস্তা গুহাগুলি সবই বৌদ্ধযুগের কীৰ্ত্তি ঘোষণ। করিতেছে। অজস্তার দেড়শত মাহল উত্তরপশ্চিমে গোয়ালিয়র রাজ্যে বাগগিরিগুহাগুলিও বৌদ্ধ আমলের কীৰ্ত্তি। খাদেশ, পাতালখোরা, কোলাব। প্রদেশে আরো

  • -\o

চিত্র—৪ লঙ্কাদ্বীপের উত্তর ও মধ্য প্রদেশে আছে । দুইটি চিত্রকলাশোভিত গুহা বেলসাহেব আবিষ্কার করিয়াছেন। এই ছুটিতে স্থাপত্যকলার গৌরব করিবার কিছু নাই। এই দুটি পাহাড়ের গায়ের স্বাভাবিক গুতামাত্র। অনেকে বলেন, আমাদের দেশে প্রাচীন স্থাপত্যে খিলান বা গম্ব জের চলন ছিল না— যাহা দেখিতে পাই তাহা মুঘল আমলেই পারস্য বা তুকিস্থান হইতে আমদানী। হাভেল সাহেব তাহার লিখিত ভারতীয়