পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

£3-- এবং পরদিন সেই সিংহের মূৰ্ত্তির কাছে সাষ্টাঙ্গে প্ৰণিপাত করে মূৰ্ত্তির দুই দিকে মোমবাতি দুটি জালিয়ে দিল । ও কি গে। —ঐ যে সিংহের মাথ৷ নড়লে । সতাই ত! সিংহ মুথ স্থা করে গাঙ্গ গাঙ্গ, শব্দে জিজ্ঞাসা কপলো—তুমি এ কি কচ্ছে ? ছোট ভাই বললো—প্রভু, আপনি বনদেবতা, তাই আপনাকে পুজে। কচ্ছিলাম । হুম্ হুম্ হুম-ত বেশ । কাল তুমি একটা ভাড় নিয়ে এস, আমি গেট ভরে ধন রত্ন দিয়ে দিব । বেচারা ত হাতে আকাশ পেল। সে হাসি মুখে কাঠেপ বোঝা নিয়ে সইরে চলে গেল,—ফিরবার সময় একটা কাঠের বড় ভ"ড কিনে নিয়ে এল। পরদিন রোজ যেমন যায়, তেমনি সময়ে গিয়ে সিংহেব মূৰ্ত্তির কাছে চাজির হল । সেদিনকার মত সে খুব ভক্তি করে নি-ইকে নমস্কাপ কবলে । হুম্ হুম্ হুৰ্ম্ম-সিংষ্ঠ বললো, আমি যে কথা বলছি ঠিক সেই ভাবে কাজ কর । তুমি এই ভাড়টি অামাব মুখের নীচে ধর, আমার মুখের ভিতর থেকে সোণ বের কবে, ভাড় যখন প্রায় ভলে আসবে তখন w-,

  • , , ,

মা হাসলেন তুমি আমাকে বোলো ; সাবধান, যেন এক টুকবে। সোনাও মাটিতে গড়িয়ে না পড়ে; তাহলে কিন্তু ভয়ানক বিপদ ঘটবে। ছোট ভাই সিংহেৰ কথা একটুও নড়াচড় করলো না। সোণায় লোণায় যখন প্রায় bペー •ि|श्वsप्छान्छाप्छौ ভত্তি হয়ে এল সেই কাঠের ভাড়, তখন সে সিংহকে সে কথা স্মরণ করিযে দিল। অমনি সোণ পড়া ক্ষান্ত হল। অনেক স্তুতি-ভক্তি জানিয়ে সোণায় পরিপূর্ণ ভা"ড় হাতে ছোট ভাই মার কাছে সেই কুঁড়ে ঘরে নিয়ে এল। মা দেখে ত অবাক, ভয়ে অস্থির ! ছেলে যখন সৰ কথা বুঝিয়ে বললো, তখন মা হাস লেন । মার বুকে আনন্দের জোয়ার খেলে যেতে লাগলো। আর কি দুঃখ থাকে ? মা ও ছেলে মস্ত বড় বাড়ী করলেন, ক্ষেত-খামার করলেন। গরু, ঘোড়া, ছাগল, চমী, উট, দাস-দাসীতে বাড়ী-ঘর ভরে গেল,—আর কোন দুঃখ রইল না । \ T কথা কি গোপন থাকে ? বড় ভাইয়ের কাছে গিয়ে পৌছলে ছোট ভাইয়ের এই অতুল ধনবন্ধু ও ঐশ্বর্ষোর কথা। বড় ভাইও তাব বেীকে নিয়ে একদিন ছোট ভাইয়ের বাড়ী এসে উপস্থিত ইল । ছোট ভাই তখন বাড়ী ছিল না, সে বাস্ত ছিল তার ক্ষেত-খামারের কাজে । মা, বড় ছেলে আর বেীকে খুব আদর-যত্ন করে তাদের খাওয়া দাওয়া ও থাকবার ব্যবস্থা করে দিলেন। সন্ধোবেলা ছোট ভাই বাড়ী ফিরে এসে বড় ভাই ও তার স্ত্রীকে দেখে খুব খুলী হল এবং কি ভাবে কেমন করে তার অবস্থা ফিরলো, সব কথা মনের আনন্দে বড় ভাইকে বললো এবং তার মত বিধিব্যবস্থা করলে সেও খুব বড় লোক হতে পারবে, এমন কথা বলতে ও কোন দ্বিধা করলেন । পরদিন বড় ভাই ও তাহাব স্ত্রী বাড়ী ফিরে গেল। তার পর বাজার থেকে খুব মস্ত বড় একটা ভাড় কিনে নিয়ে চলুলে সেই বনে সিংহের সন্ধানে । সহজেই সিংহের মুর্তি খুজে পেল । যেমন দেখা, অমনি তাড়াতাড়ি মোমবাতি দু'টি জালিয়ে দিয়ে একেবারে মাটিতে পড়ে লম্বা হয়ে শুয়ে সিংহ-মুৰ্বির কাছে প্রার্থনা জানাতে লাগলো-অামায় ধন দাও, সোণ দাও –যেমন আমার ছোট ভাইকে দিয়েছ । হুম্ হুম্ হুৰ্ম্ম-সিংহ গর্জন করে উঠে বললে, তুমি কি চাও? তুমি কে ? বড় ভাই দিলে তার পরিচয়, বললো, তুমি আমার ছোট ভাইয়ের প্রতি যেমন দয়া দেখিয়েছ, তেমনি আমার প্রতিও দয়া কর। আমাকেও সোণ দাও । সিংহ বললো-গাঙ্গ গাঙ্গ বেশ কথা। তোমার ঐ ভাড়টি আমার মুখের কাছে ধর, আমার মুখ به مجمجسمه مامه