পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

靈- ------ f ! অমনি শ্ৰীমন্ত চণ্ডিকার স্তব করিতে লাগিল। চগুী ভক্তের ডাকে সাড়া না দিয়া থাকিতে পারলেন না, তাহার ডাকিনী যোগিনী লষ্টয় মশানে হান দিলেন, কোটালের লোকজন পলাইযা গেল। রাজা সৈন্যসামন্ত লইয়া আসিলেন, চণ্ডীর অনুচর দান ও প্ৰেত আসিয় তাহাদিগকে লণ্ডভণ্ড কfরল । রাজা চণ্ডীর পদানত চক্টলেন । রাজকন্যা স্বশীলার সঠিত শ্ৰীমন্ত সওদাগরের বিবাহ হইল, ধনপতি মুক্তিলাভ করিয়া পুত্র ও পুত্রবধু দেখিয়া পৰম তুষ্ট হইলেন— দেশে ফিরিবার পথে মগরায় যে সব নেীকা ডুবিয়া গিয়াছিল চণ্ডীর কৃপায় তাহাদের ফিরিয়া পাইলেন। ধনপতি চণ্ডীর পূজা কfuলেন, সংসারে চণ্ডীর মাহাত্ম্য প্রচার হইতে পাকিল—খুল্লন মাগব পূজা করিয়৷ জীবনে নানা বিপদ হইতে উদ্ধাৰ পাইযাছিলেন, তাহার পূজা সংসারে কে ন৷ কবে ? কfবল ক্ষণের চণ্ডী লোলে র চলিত ভাষা লষ্টয়া লিখিত হঠলেও স্থানে স্থানে সংস্থতে শব্দের ও যথেষ্ট প্রযোগ রহিয়াছে। তবে সংস্কৃত অপেক্ষা প্রাকৃত শব্দের ব্যবহার বেশী। কবিকঙ্কণ সাধারণ লোকের বুঝিবার জগুই চণ্ডীকালা রচনা করিয়াছিলেন, এজন্যই বোধ হয তাঙ্গার কাব্যে সাধারণ লোকের ভাষা অধিক পরিমাণে আছে। কবিকঙ্কণ পড়িলে আমরা সেই প্রায় চারিশ ৎ বৎসরের পূর্বের বাঙ্গলা সমাজের আচার-ব্যবহার, জাতি-প্ৰণালী, দ্র ব্যাদিৰ ব্যবহার-প্রণালী, রীতি-নীতি, খেলাধুলা এবং কোণ দ্রব্য মূলভ ছিল, কোন দ্রবা ভুলভ ছিল, তাহা বেশ স্বন্দরক্সপে জানিতে পারি। সেকালের মা খোকাকে কি ছড়া গাঠিয়া ঘুম পাড়াইতেন, তাহা এই গানটি হইতে জানিতে পারিবে :– মঙ্গল গাল-চণ্ডী মঙ্গল ঘুমপাড়ানিয়া গান `टव1घ्र श्राविंद्र छ्tि अग्नःि । কি লাগিয়া কান্দ বাছা, কি ধন চায় ॥ তুলিয়া আনিব গগন-ফুল। একেক ফুলের লক্ষেক मूल | ८न भूण भैंभिन्ना निद ८ग श्tद्र । প্রাণের বাছা মোর না কান্দ আর ॥ গগন-মগুলে পাতিব ফান্দ । ধরিয়া আনিব গগন-চান্দ ॥ সে চান্দ আনি তোরে পরাব ফোটা। কালি গড়ীয়া দিব সোনার ভেটা । খাওয়াল ক্ষীবখণ্ড মাখাৰ চুয়া। কপূর পাকা পাণ সরল গুয়৷ রথ গঙ্গ ঘোড়া গৌতুক দিয়া। দুই রাজার কন্যা করাব বিয়া ॥ ঐমস্ত চাপে মোর সোনার নায়। কুঙ্কম-কগু,ী মাখাৰ গায় ॥ পাটে নিদ্রা ধীৰে চামরের বায়ু । অম্বিক-মঙ্গল মুকুন্দে গায় ॥ মুকুন্দরাম কোন প্রাচীন কাব্য বা কিংবদন্তী অবলম্বন করিয়া সে এই কাবা প্রণযন করিয়াছিলেন, তাহ। তিনি নিজে স্বীকাব করেন না। তিনি ললেন—“হাতে লৈয়া পল মসী, আপনি কলমে বসি, rযই বোলান, যেই না লখন । না জানি কি কৌতুকে, অম্বিক মুকুন্দমুখে, নিজ সঙ্গীৰ্ত্তন রস গান " কিন্তু মুকুন্দরামের পূর্বের রচিত মঙ্গল চণ্ডীর ব্ৰতকথা ছিল, ইহার প্রণেতা দ্বিজ জনাদন ; শ্রীচৈতষ্ঠ ভাগবতেও 'মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণ’ এরূপ দেখা যায়। তাঙ্গতে বুঝিতে পারা যায়, শ্রীচৈতন্যদেবের পূৰ্ব্বেও মঙ্গলচণ্ডীর কথা বাঙ্গলায় প্রচারিত হইয়াছিল। কবিকঙ্কণের পরেও অনেকে চণ্ডীমঙ্গল লিখিয়াছেন। তাহাদের মধ্যে বিক্রমপুর জপ সানিবাসী জয়নারায়ণ সেনের লিখিত কাব্যখানি খুব সুন্দর। २२०> =-- -------