পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o o * o wo

तििकि* 鷺溺 |انیہ : সকল সম্প্র দা য়ে র লোকের তীর্থস্থান আছে। বৌদ্ধ ও জৈন তীর্থ স্থানের বিবরণ শিশু-ভারতী’তে ( ১৩৩৮ ও ১৬৩৮ পৃষ্ঠা দেখ ) পূৰ্ব্বে পড়িয়াছ। এবার বৈষ্ণবদিগের তীর্থ স্থান সম্বন্ধে বলিতেছি। উত্তর ভারতে মথুরা, বৃন্দাবন, গোকুল, হরিদ্বার, বদরিনাথ প্রভৃতি নগরগুলি বৈষ্ণবদিগের পবিত্র স্থান বলিয়া পরিগণিত। পশ্চিম ভারতবর্ষে দ্বারকা, এবং দক্ষিণ ভারতবর্ষে পুরী, কাঞ্চিপুর, ইত্যাদি বৈষ্ণবদিগের কতকগুলি পুণা স্থান আছে। ইহা ব্যতীত বাঙ্গলাদেশেও নবদ্বীপ, শাস্তিপুর, কালনা, কাটোয়, খড়দহ, সপ্তগ্রাম, প্রভৃতি বৈষ্ণবদিগের তীর্থস্থান বলিয়া পরিচিত। মথুরায় কংস-কারাগারে শ্ৰীকৃষ্ণের জন্ম হয় । নন্দিগ্রাম হইতে ক্রীকৃষ্ণ বৃন্দাবনে গমন করিয়া বংস ও বকাসুর বধ করিলেন। ইহার পর ব্রজমোহন, কালিয়াদমন ও রাসাদি লীলা শেষ করেন। শ্ৰীগোপালচম্প মতে SLGSeSGcSES TGAAAS দস্তবক্র বধের পর বৃন্দাবনে আসেন। বুন্দাবনে দোললীলা পর্যাস্ত এগার বৎসর যাবৎ বৃন্দাবন-লীলা শেষ করিয়া তিনি অক্রর সহ মথুরায় গমন করিলেন। মথুরায় নিম্নলিখিত লীলা ংঘটিত হয়। যথা রজক বধ, সুদাম মালাকরকে বর প্রদান, কুজার দিবারূপ দান, ইন্দ্ৰধনু ভঙ্গ, কংসের হস্তী বধ এবং কংসবধ । ইহার পর শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়োচিত যজ্ঞোপবীত ধারণ করিয়া অবস্তিপুৱস্থিত সন্দিপণি মুনির নিকট বিদ্যাধায়ন করেন। পাণ্ডবদিগের সহিত র্তাহার প্রগাঢ় বন্ধুত্ব ছিল। পাগুবদিগের সংবাদ লইবার জন্ত অক্র রকে হস্তিনাপুরে পাঠাইয়াছিলেন। শ্ৰীকৃষ্ণের সহিত জরাসন্ধের যুদ্ধ হয় এবং জরাসন্ধ পরাজিত হইয়া পলায়ন করে। এই ভাবে তাহার সহিত সতেরো বার পুনঃ পুন: যুদ্ধের পর শ্ৰীকৃষ্ণ দ্বারকায় তুর্গ ও বাসস্থান নিৰ্ম্মাণ করেন। কংস ভয়ে ভীত বহু দেশান্তরগত আত্মীয়-স্বজনকে তিনি দ্বারকাপুরীতে আশ্রয় Co.