পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

# -- জ্যাক ও শিমগাছের কাহিনী -- "আর একটা। আর একট।" এমণি করে রাক্ষস যতবার বললে ততবার মুরগীর পেট থেকে এক একটা সোণার ডিম বেরতে লাগল। কিছুক্ষণ পরে রাক্ষস খুশী হয়ে তার স্ত্রীকে একটি মুনীর মুরগী এনে তাকে রাক্ষসের সামনে টেপিলের উপর বসিয়ে দিলেন শয়ন করতে যেতে বললে এবং নিজেও সেইখানে বসে না 7 ৬াকিয়ে যুতে আরম্ভ করলে । তিন সুযোগ বুঝে জ্যাক উকুন পেকে বেরিয়ে মুরগীটাকে দু*াতে বগল দাবা ক'রে *ে--দৗড় ! দৈত্য তার এই দুঃসাহসিক কাণ্ড জানতে পারলে না। জ্যাক নিরাপদে শিম গাছ বেয়ে নিজের বাড়ী এসে পৌছল। মা ছেলেকে দেখে খুব আনন্দ করতে লাগলেন। তিনি ভেবেছিলেন, ছেলেটা হয়ত কোন ভীষণ বিপদে পড়েছে। তারপর জ্যাক যখন তার সামনে একট। মুরগী বসিয়ে তাকে দিয়ে পরপর অনেকগুলি সোণার ডিম পাড়ালে তখন মায়ের আনন্দ দশ গুণ বেড়ে উঠল। জ্যাক এবং তার মায়ের দুঃখ ঘুচে গেল। সোণার ডিম বেচে অনেক টাকা পেয়ে তারা পরমানন্দে দিন কটাতে ল.গল। কয়েকমাস পরে জ্যাকের মনে হল, আরএকবার সেই রক্ষিসের দেশে গেলে মন হয় না ; মুরগণকে দু হাত বগল দাবী করে ভো-দৌড় তাঙ্গলে আরও কিছু ধন-দৌলত সংগ্রহ করে আনা ग[ग्न । কল্পনাকে কাজে পরিণত করতে সে দেরী করলে না। তাকে চিনতে পারলে পাছে দৈত্য-পত্নী তাকে ধাঠীর মধ্যে ঢুকতে না দেয় এই জন্ত সে এবাব একটা ছদ্মবেশ পরলে। এবারও সেই লমণী ঠিক পূর্বের মত দরজার গোড়ায় দাড়িয়েছিলেন। তঁর কাছে গিয়ে জ্যাক অতি কাতরভাবে জানালে যে, সে পণ হারিয়েছে, একটি রাতের মত সে একটু আশ্রয় চায় । দৈত্য-পত্নী তাকে বললেন যে, ওঁর স্বামী একজন নিষ্ঠর সাক্ষস, তার সামনে পড়লে রক্ষা নেই। আরও বললেন যে, কয়েক মাস আগে ঠিক এমনি অবস্থায় তিনি অন্ত একটি ছেলেকে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু সেই ছেলেটি তার স্বামীর একটি মূল্যবান রত্ব নিয়ে পালায় এবং সেই ঘটনার পর থেকে তার স্বামী অতিশয় রাগাম্বিত হয়ে আছেন। ১৭৩৩ → *