S. o S) শেষ প্রশ্ন কমল কহিল, না। একটু স্থির থাকিয়া বলিল, আপনাদের ওখানে তো তিনি রোজ যান, গোপনে একটু জেনে নিয়ে কি আমাকে জানাতে পারবেন না ? তাতে কি হবে ? কমল কহিল, কি আর হবে । বাড়ী-ভাড়াটা এ মাসের দেওয়াই আছে সুমি তাহলে কাল পশু চলে যেতে পারি। কোথায় যাবেন ? . কমল এ প্রশ্নের উত্তর দিল না, চুপ করিয়া রহিল। অজিত করিল, আপনার হাতে বোধ করি,টাকা নেই ? কমল এ প্রশ্নেরও উত্তর দিল না । অজিত নিজেও কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, আসবার সময় আপনার জন্তে কিছু টাকা সঙ্গে এনেছিলাম! নেবেন। बा] । না কেন ? আমি নিশ্চয়ই জানি আপনার হাতে কিছু নেই। যাও বা ছিল, আজ আমারই জন্যে তা’ নিঃশেষ হয়েছে । কিন্তু উত্তর না পাইয়া সে পুনশ্চ কহিল, প্রয়োজনে বন্ধুর কাছে কি কেউ নেয়না ? কমল কহিল, কিন্তু বন্ধু ত আপনি নয়। না-ই হোলাম । কিন্তু অ-বন্ধুর কাছেও ত লোকে ঋণ নেয় ? আবার শোধ দেয় । আপনি তাই কেন নিননা ? কমল ঘাড় নাড়িয়া কহিল, আপনাকে বলেচি আমি কখমোই মিথ্যে বলিনেশ কথা মৃদু, কিন্তু তারের ফলার ন্যায় তাস্থ। অজিত বুঝিল হহার অন্যথা হইবেন । চাহিয়া দেখিল প্রথম দিনে তাহার গায়ে সামান্ত অলঙ্কার যাহা কিছু ছিল আজ তাহাও নাই। সম্ভবতঃ, বাড়ী-ভাড়া
পাতা:শেষ প্রশ্ন.djvu/১০৭
অবয়ব