পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

বলে, 'অনেক গরিবকে দিয়েছ ফাঁকি,
কিছু হালকা হােক তার বােঝ।'

একদিন তখন মাঝরাত্তির,
ফিরছে রােঘাে লুঠের মাল নিয়ে,
নদীতে তার ছিপের নৌকো
অন্ধকারে বটের ছায়ায়।
পথের মধ্যে শােনে-
পাড়ায় বিয়েবাড়িতে কান্নার ধ্বনি,
বর ফিরে চলেছে বচসা ক'রে;
কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তার।
এমন সময়ে পথের ধারে
ঘন বাঁশবনের ভিতর থেকে
হাঁক উঠল, রে রে রে রে রে রে!
আকাশের তারাগুলাে
যেন উঠল থরথরিয়ে।
সবাই জানে রােঘাে ডাকাতের
পাঁজর-ফাটানাে ডাক।
বরসুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে;
বেহারা পালাবে কোথায় পায় না ভেবে।
ছুটে বেরিয়ে এল মেয়ের মা,
অন্ধকারের মধ্যে উঠল তার কান্না-

১১৭