বিষয়বস্তুতে চলুন

পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

আপনার চতুর্দিকে মেলেছে নিস্তব্ধ অবকাশ।
সেথা তব নিঃশব্দ উচ্ছ্বাস
সূর্যোদয়মহিমার পানে
আপনারে মিলাইতে জানে

অজানা সাগরপার হতে
দক্ষিণের বায়ুস্রোতে
অনাদি প্রাণের যে বারতা
তব নব কিশলয়ে রেখে যায় কানে কানে কথা,
তােমার অন্তরতম,
সে কথা জাগুক প্রাণে মম,
আমার ভাবনা ভরি উঠুক বিকাশি—
‘ভালােবাসি'।
তােমার ছায়ায় ব'সে বিপুল বিরহ মােরে ঘেরে;
বর্তমান মুহূর্তেরে
অবলুপ্ত করি দেয় কালহীনতায়।
জন্মান্তর হতে যেন লােকান্তরগত আঁখি চায়
মাের মুখে।
নিষ্কারণ দুখে
পাঠাইয়া দেয় মাের চেতনারে
সকল সীমার পারে।
দীর্ঘ অভিসারপথে সংগীতের সুর

১৯০