পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ শৈশব সঙ্গীত । ঈশান-গগনে করিছে মন্ত্রণ মিলিয়া অযুত জলদ-ভার। তড়িত-ছুরিতে বিধিয়া বিধিয়া ফেলিছে অtধারে শতধা করি, দূর ঝটিকার রথ চক্ররব ঘোষিছে অশনি ত্রিলোক ভরি । সহস উঠিল ঘোর গরজন প্রলয় ঝটিকা আসিছে ছুটে, ছিন্ন মেঘ-জল দিগ্বিদিকে ধায়, ফেনিল তরঙ্গ আকুলি উঠে। পাগলের মত তরীযাত্ৰী যত হেথা হোথা ছুটে তরণী পরে, ছিড়িতেছে কেশ, হানিতেছে বুক, করে হাহাকার কাতর স্বরে । ছিন্ন-তার বীণা যায় গড়াগড়ি, অধীরে ভাঙ্গিয়া ফেলেছে বঁাশি, ঝটিকার স্বর দিতেছে ভুবায়ে শতেক কণ্ঠের বিলাপ রাশি । তরণীর পাশে নীরব অজিত, ললিতা অবাক হিয়া,