বিষয়বস্তুতে চলুন

পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তবে তবে ब्रैौड़ । জানিও সাগর বোলে দিব আমি আসিবে মৃদুল বায়— কানন হইতে করিয়া তাহারা ফুলের সুরভি পান, কানে কানে ধীরে গাছিয়া যাইবে ঘুম পাড়াবার গান ! অমনি তাহারা ঘুমায়ে পড়িবে তোমার বিশাল বুকে, ঘুমায়ে ঘুমায়ে দেখিবে তখন চাদের স্বপন সুখে ! যদি কভু হয় খেলাবার সাধ, আমারে কহিও তবে— শতেক পবন আসিবে অমনি হরষ-আকুল রবে— সাগর-আচলে ঘেরিয়া ঘেরিয়া হাসিয়া সফেন হাসি মাথার উপরে ঢালিও তাহার প্রবাল মুকুতা-রাশি ! রাখগো আমার কথা, শুনগো আমার গান, b"