পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত ১২৩৮ ন, শুত না। তাই তার চুল আড়ায় বেঁধে তাকে সারা দিনরাত দাড় করিয়ে রেখেছিল। তাই দিদি গলায় দড়ি দিয়ে মরেচে । প্রশ্ন করিলাম, তোমারও শ্বশুর-শাশুড় কি হিন্দুস্থানী ? মেয়েটি আর একবার কাদিয়া ফেলিয়। কহিল, ষ্ট। আমি তাদের কথা কিছু বুঝতে পারিনে, তাদের রান্ন মুখে দিশে পারিনে— আমি ত দিন-রাত কঁদি ; কিন্তু বাব আমাকে চিঠিও লেখে না, নিয়েও যায় না । জিজ্ঞাস করিলাম, আচ্ছ, তোমার বাব। এতদুরে তামার বিয়ে দিলেন কেন ? মেয়েটি কহিল, আমরা ম : ওয়ারী । আমাদের ধর ও-দেশে ত পাওয়া যায় না । তোমাকে কি এব| মার-ধার কবে ? করে ন! ? এই দেখ না, বলিয়। মযেটি ব'ভ ে•. পিঠের উপরে, গালের উপর দাগ দেখাইয়া উচ্ছসি ত হইয়। কঁদি•ে কঁদিতে কহিল, আমিও দিদির মত গলায় দডি দিয়ে মরব। আমার বাবাকে গিয়ে তুমি বলবে ত আমাকে একবার নিয়ে যেতে ? নইলে আমি— বলিতে আমি কেনমতে একটা ঘাড় নাড়িয়। সায় দিয দ্রুতবেগে অদৃশ্য হইয় গেলাম । মেয়েটির বুকচের আবেদন আমার দুই কানের মধ্যে বাক্তিতেই লাগিল । রাস্তার মোড়ের উপরেই একটা মুদির দোকান। খাদ্যদ্রব্য ভিক্ষা না করিয়া একখানা চিঠির কাগজ ও কালি-কলম চাহিয়। বসিলাম, সে কিছু আশ্চর্য হইল বটে, কিন্তু প্রত্যাখান করিল