পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত مما جلا আমি যুবকটির কোন পরিচয় দিতে পারিলাম না ; তবে র্তাহার কথা শুনিয় এইমাত্র জানিয়াছিলাম, তিনি পূর্ববঙ্গের লোক এবং পনের টাকা বেতনে স্টেশনে চাকুরী করেন । তিনি তাহার নিজের শতজীর্ণ বিছানাটি আনিয়া হাজির করিলেন । দুপুর-বেল একবাটি গরম দুধ আনিয়া পীড়াপীড়ি করিয়৷ খাওয়াইয়। বলিলেন, ভয় নাই, ভাল হইয়। যাইবেন ; কিন্তু আত্মীয়বন্ধুবান্ধব কাহাকেও যদি সংবাদ দিবার থাকে ত ঠিকান দিলে তিনি টেলিগ্রাফ করিয়া দিতে পারেন । বলিলাম, আমি সন্ন্যাসী মানুষ, আমার যথার্থ আপনার জন কেউ নাই। তবে পাটনায় পিয়ারী বাইজার ঠিকানায় যদি একখান পোষ্টকার্ড লিখে দেন, যে শ্ৰীকান্ত আর স্টেশনের বাইরে একট। টিন-শেডের মধ্যে মরণাপন্ন হয়ে পড়ে আছে, ত হ’লে— ভদ্রলোক শশব্যস্ত হইয়া উঠিলেন । আমি এখনি দিচ্চি, চিঠি এবং টেলিগ্রাফ দুই-ই পাঠিয়ে দিচ্চি ; বলিয়া তিনি উঠিয়৷ গেলেন। আমি মনে মনে বলিলাম, ভগবান, সংবাদটা যেন স পায় । 米 淤、 米 米 茨 জ্ঞান হইয়া প্রথমটা ভাল বুঝিতে পারিলাম না। মাথায় হাত দিয়া ঠাহর করিয়া টের পাইলাম, সেটা আইস্-বাগ । চোখ মেলিয়া দেখিলাম ঘরের মধ্যে একটা খাটের উপরে শুইয়! আছি। স্বমুখের টুলের উপর একটা আলোর কাছে গোট: দুই-তিন ঔষধের শিশি ; এবং তাহারই পাশে একটা দড়ির