পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকান্ত २> কোনখানে ফেলে দিয়ে যায় ভাই ? ঐ হোথা থেকে হেথ পর্যন্ত—সবটাই শ্মশান কি না । যেখানে হোক ফেলে রেখে ঐ বটতলার ঘাটে চান ক'রে বাড়ী চলে—আরে দূর ; ভয় কি রে ; ও শিয়ালে শিয়ালে লড়াই করচে । আচ্ছা, আয় আয়, আমার কাছে এসে বোস্। আমার গল দিয়া স্বর ফুটিল না—কোনমতে হামাগুড়ি দিয়া তাহার কোলের কাছে গিয়া বসিয়া পড়িলাম। সে ক্ষণকালের জন্য আমাকে একবার স্পর্শ করিয়া হাসিয়া কহিল, ভয় কি শ্ৰীকান্ত ? কত রাত্তিরে একা আমি এই পথে যাই আসি— তিনবার রামনাম করলে কার সাধি কাছে আসে ? তাহাকে স্পর্শ করিয়া দেহটাতে যেন একটু সাড়া পাইলাম— অস্ফুটে কহিলাম, ন ভাই, তোমার দুটি পয়ে পড়ি, এখানে কোথাও নেবে না—সোজা বেরিয়ে চল । সে আবার আমার কাধে হাত ঠেকাইয়া বলিল, না ক্রীকান্ত, একটিবার যেতেই হবে। এই টাকা কটি না দিলেই নয়—তারা পথ চেয়ে বসে আছে—আমি তিনদিন আসতে পারিনি । টাকা কাল দিয়ে না ভাই ! না ভাই, অমন কথাটি বলিসনে। আমার সঙ্গে তুইও চল— কিন্তু কারুকে এ কথা বলিস্নে যেন । আমি অস্ফুটে ‘ন বলিয়া তাহাকে তেমনি স্পর্শ করিয়} পাথরের মত বসিয়া রহিলাম। গলা শুকাইয়া কাঠ হইয়! গিয়াছিল। কিন্তু হাত বাড়াইয়া জল লইব, কি নড়া চড়ার কোন প্রকার চেষ্টা করিব, এ সাধ্যই আমার আর ছিল না।