পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত @@ করি দ্বিপ্রহর ! আমার মুখে সমস্ত বিবরণ শুনিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া শাহ জীর বন্ধন মুক্ত করিয়া দিয়া বলিলেন, যাও, শোও গে ; লোকটা ঘরে চলিয় গেলে তিনি ইন্দ্রকে কাছে ডাকিয়} বলিলেন, ইন্দ্র, এই আমার মাথায় হাত দিয়ে শপথ কর ভাই, আর কখনো এ বাড়ীতে আসিস্নে ! আমাদের য! হবার হোক, তুই আর আমাদের কোন সংবাদ রাখিসনে । ইন্দ্র প্রথমটা অবাক হইয়া রহিল। কিন্তু পরক্ষণেই আগুনের মত জ্বলিয়া উঠিয় বলিল, তা বটে। আমাকে খুন করতে গিয়েছিল, সেটা কিছু না । আর আমি যে ওকে বেঁধে রেখেছি, তাতেই তোমার এত রাগ ! এমন না হ’লে কলিকাল বলেচে, কেন ? কিন্তু কি নেমকহারাম তোমর দুজন —আয় ক্রীকান্ত আর না ! আমি অলক্ষ্যে নিঃশব্দে সেই টাক পাঁচটি খুঁটির কাছে রাখিয় দিয়া ইন্দ্রের অনুসরণ করিলাম। ইন্দ্র প্রাঙ্গণের বাহিরে। আসিয়৷ চেচাইয় বলিল, হিন্দুর মেয়ে হয়ে যে মোচলমানের সঙ্গে বেরিয়ে আসে, তার আবার ধৰ্ম্মকৰ্ম্ম ! চুলোয় যাও— আর আমি খোজ করব না, খবরও নেব ন—বলিয়া দ্রুতপদে বনপথ অতিক্রম করিয়া চলিয়া গেল । দুজনে নৌকায় আসিয়া বসিলে ইন্দ্র নিঃশব্দে বাহিতে লাগিল, এবং মাঝে মাঝে হাত তুলিয়া চোখ মুছিতে লাগিল । প্রায় শেষ রাত্রে নৌকা আসিয়া ঘাটে লাগিল। আমাকে নামাইয়া দিয়া ইন্দ্ৰ কহিল, বাড়ী য৷ শ্ৰীকান্ত ! তুই বড় অপয়া ! তোকে সঙ্গে নিলেই একট-না-একটা ফ্যাসাদ বাধে.l.