পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত ●ጫ গ্রীনব্রুমের দ্বারের সন্নিকটে দাড়াইয়া রহিলাম ; রামচন্দ্র কতবার আসিলেন, গেলেন, আমাকে কিন্তু চিনিতে পারলেন না। একবার জিজ্ঞাসাও করিলেন না, আমি অমন করিয়া দাড়াইয়া কেন ? অকৃতজ্ঞ রাম ; দড়ি-ধরার প্রয়োজনও কি তাহার একেবারেই শেষ হইয় গেছে ! রাত্রি দশটার পর থিয়েটারের পয়ল ‘বেল' হইয়া গেলে, নিতান্ত ক্ষুণ্ণমনে সমস্ত ব্যাপারটার উপরেই হতশ্রদ্ধ হইয়৷ সুমুখে আসিয়| একটা জায়গা দখল করিয়া বসিলাম। কিন্তু অল্পকালের মধ্যেই সমস্ত অভিমান ভুলিয়া গেলাম। সে কি প্লে ! জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে, কিন্তু তেমনটি আর দেখিলাম না । মেঘনাদ স্বয়ং এক বিপৰ্য্যয় কাণ্ড : তাহার ছয় হাত উচু দেহ। পেটের ঘেরট চার সাড়ে-চার হাত । সবাই বলিত, মরিলে গরুর গাড়ী ছাড়া উপায় নাই। অনেক দিনের কথা । আমার সমস্ত ঘটনা মনে নাই। কিন্তু এটা মনে আছে, তিনি সেদিন যে বিক্রম প্রকাশ করিয়াছিলেন, আমাদের দেশের হারাণ পলসাই ভীম সাজিয়ী মস্ত একটা সজিনার ডাল ঘাড়ে করিয়া দাত কিড়মিড় করিয়াও তেমনটি করিতে পারিতেন না । ড্রপ-সিন উঠিয়াছে। বোধ করি বা তিনি লক্ষণই হইবেন— অল্প স্বল্প বীরত্ব প্রকাশ করিতেছেন। এমনি সময়ে সেই মেঘনাদ কোথা হইতে একেবারে লাফ দিয়া সুমুখে আসিয়া পড়িল । সমস্ত ষ্টেজটা মড়মড় করিয়া কঁাপিয়া দুলিয়া উঠিল—ফুটলাইটের গোট পাঁচ-ছয় ল্যাম্প উল্টাইয় নিবিয়া গেল, এবং সঙ্গে সঙ্গে তাহার নিজের পেট-বাধা জরির কোমরবন্ধটা পটাস্ করিয়া