পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ Ն জৈবধৰ্ম্ম [ পঞ্চম কোরাণে এবং সুফীদিগের কেতাবে এই সকল আছে বটে, কিন্তু সকলেই তাঙ্গ বুঝিতে পাবে না। গৌরাঙ্গ প্রভু কৃপা কুরিয়া চাদকাজী সাহেবকে এই কথা শিক্ষা দিঘাছেন ; তদবধি আমরা শুদ্ধভক্ত হইয়াছি। লা। কোরাণের মূল মত কি ? কা। কোরাণের যে বিহিস্ত বর্ণিত আছে, তথায় কোন এবাদতের কথা নাই বটে, কিন্তু তথায় জীবনই এবাদত । খোদাকে দর্শন করিয়া পবমসুথে তত্রস্ত লোক সকল সুখে মগ্ন থাকেন। একথা শ্ৰীগৌরাঙ্গদেক বলিয়াছেন। লা। খোদার কি মূৰ্ত্তি কোরাণে পাওয়া যায় ? কা। কোরাণ বলেন, খোদার মূৰ্ত্তি নাই । শ্ৰীগৌরাঙ্গ চাদকাজীকে বলিয়াছেন যে, কোরাণে কেবল জিসমানি মূৰ্ত্তি নিষেধ ; শুদ্ধ মুজররদ মুক্তির নিষেধ নাই। সেই প্রেমময় মূৰ্ত্তি পয়গম্বর সাহেব নিজ অধিকার মতে দেখিয়াছিলেন । অন্যান্ত রসের ভাব সকল অবগুষ্ঠিত ছিল । লা। সুফীর কি বলেন ? কা। র্তাহাদের মতে অনল চক্ অর্থাৎ আমি পোদা। আপনাদের অদ্বৈতবাদ ও মুসলমামেব তাসওয়াফ মত একই বটে। লা। আপনারা কি সুফী ? ক না, আমরা শুদ্ধভক্ত—গেীরগত প্ৰাণ । অনেক কথোপকথনের পর কাজী মহাশয় বৈষ্ণবদিগকে সম্মান করিয়} চলিয়া গেলেন। পরে হরিসঙ্কীর্তনের পর সভা ভঙ্গ হইল ।