পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>eby জৈবধৰ্ম্ম [ সপ্তম এখন শুদ্ধবৈষ্ণবসেবা করিয়াছেন । র্তাহার হৃদযের কৃপণতা লঘু চইয়াছে । তিনি কহিলেন,—আমিও আপনাদের সঙ্গে শ্ৰীগোক্রমে যাইব । যাদবদাস কতিলেন, তথাকার বৈষ্ণবগণ গৃষ্ঠস্থ নতেন, প্রায়ই নিরপেক্ষ গৃহত্যাগী ; তুমি সঙ্গে গেলে পাছে তাঙ্গর অমুখী হন, আমি আশঙ্কা করি । দময়ন্তী কহিলেন,—আমি দূরে থাকিয় তাহদিগকে দণ্ডবং প্রণাম করিব, র্তাঙ্গাদের কুঞ্জের মধ্যে প্রবেশ করিব না। আমি বৃদ্ধা—আমাব প্রতি তাহারা কখনষ্ট ক্রুদ্ধ তইবেন না। যাদবদাস কহিলেন,—সেখানে কোন স্ত্রীলোকের যাওযাব রীতি নাই। তুমি বরং তন্নিকটস্থ কোন স্তানে বসিয়া থাকিবে, আমরা আসিবার সময় তোমাকে লইয়া আসিব । তিন প্রস্তব বেলার পর তাহারা তিনজনে গাঙ্গ-লালুকা উত্তীর্ণ হক্টর প্রদ্যুম্নকুঞ্জের নিকট পৌছিলেন । দময়ন্তী কুঞ্জম্বারে সাষ্টাঙ্গে দণ্ডবৎপ্ৰণাম করিয়া একটী পুরাতন বটবৃক্ষের নিকট বসিলেন । যাদবদাস ও চণ্ডীদাস কুঞ্জমধ্যে প্রবিষ্ট হইয়া মাধবী-মালতীমণ্ডপের উপর উপবিষ্ট বৈষ্ণবমণ্ডলীকে ভক্তিপূৰ্ব্বক দগুবৎপ্রণাম করিলেন। ঐপরমহংস বাবাজী বসিয়া আছেন। তাহার চতুষ্পার্শ্বে ঐবৈষ্ণবদাস, লাহিড়ী মহাশয়, অনন্তদাস বাবাজী প্রভৃতি অনেকেই বসিয়া আছেন। তাতার নিকটে গিয়া যাদবদাস বসিলেন, চণ্ডীদাসও তৎপার্শ্বে বলিলেন । অনন্তদাস বাবাজী মহাশয় জিজ্ঞাসা করিলেন,—এই নূতন লোকটী কে? যাদবদাস চণ্ডীদাসের সমস্ত বৃত্তান্ত বলিলেন। অনস্তদাস বাবাজী একটু হাস্ত করিয়া বলিলেন,—ই, সংসাব’ ইহাকেই বলে। যিনি ংসারকে চিনিতে পারেন, তিনিই বুদ্ধিমান । যিনি সংসারের চক্রে পড়িয়া থাকেন, তিনিই শোচ্য। চণ্ডীদাসের মন ক্রমশঃ নিৰ্ম্মল হইতেছে। নিত্য স্বকৃত করিলে অবঙ্গ