পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জৈবধৰ্ম্ম পঞ্চদশ ہرا\ہد বাক্যষ্ট বেদ বটে, কিন্তু উপনিষদে ইহা দেখাইলে লোকে ইহাকে প্রভুবাক্য বলিয়া স্বীকাব করিতে বাধ্য হইবে । বা । বহুতর বেদবাক্যে এই তত্ত্ব আছে—আমি দুই একটা বলি, শ্রবণ কর ; বৃহদারণ্যকে ( ২২২০ ও ৪৩৯ )— ”যথায়েঃ ক্ষুদ্রা বিস্ফুলিঙ্গ ব্যুচ্চবস্ত্যেবমেবান্মাদাত্মন: সৰ্ব্বাণি ভূতানি বুচিরস্তি ॥” ( ১ ) “তস্ত বা এতস্য পুরুষন্ত দ্বে এব স্থানে ভবত ইদঞ্চ পরলোকস্থানঞ্চ সন্ধ্যং তৃতীয়ং স্বপ্নস্থানং তস্মিন সন্ধ্যে স্থানে তিষ্ঠন্নেতে উভে স্থানে পশ্যতৗদঞ্চ পবলোকস্তানঞ্চ ।” ( ২ ) এই বাক্যে জীবশক্তিব তটস্ত-লক্ষণ বিবৃত হইয়াছ । পুনরায় বৃহদা রণ্যক বলেন, ( ৪। ৩১৮ )— “তদযথা মহামৎস্য উভে কুলেও মুসঞ্চবতি পূৰ্ব্বঞ্চাপবঞ্চৈবমেবায• পুরষ এতাবুভা-বস্তাবমুসঞ্চবতি স্বপ্নাস্তঞ্চ বুদ্ধাস্তঞ্চ ।” (৩) ব্ৰ । ‘তটস্থ' শব্দের বৈদান্তিক অর্থ কি ? বা। নদীর জল ও ভূমির মধ্যবৰ্ত্তী স্থানকে ‘তট’ বলে । জলের সংলগ্নস্থানেই ভূমি । ‘তট’ কোথায় ? ‘তট’ কেবল জল ও ভূমির মধ্যবৰ্ত্তী বিভাগকারী স্বত্রবিশেষ। ‘তট অতি স্বল্পস্থান—স্থলচক্ষে দেখা যায (১) অগ্নি হইতে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র বহু বিক্ষ লিঙ্গ নির্গত হয়, তক্রপ সৰ্ব্বাত্ম। কুক হইতে বিভিন্নাংশ জীবসমুহ উদিত হইতেছে। (২) সেই জীবপুবষের দুইটা স্থান অর্থাৎ এই জডজগৎ ও চিজগৎ। জীব তদুভয়ের সন্ধিস্থল—তৃতীয়স্থানে অবস্থিত। তিনি সন্ধিস্থানে থাকিয় জড়বিশ্ব ও চিদ্বিশ্ব—উভয় স্থানই দেখিতে পান । (৩) সেই তটস্থধৰ্ম্ম এইকপ—যেরূপ মহামৎস্ত একটি নদীতে থাকিয় কখন পুৰ্ব্ব ও কখন পশ্চিম—এই দুইকুলে সঞ্চরণ করে, সেইরূপ জীবপুরুষ জড় ও চিদ্বিশ্বের মধ্যে কারণবারিতে সঞ্চরণ কবিবার উপযোগী হইয়। উভয়প্রান্ত অর্থাৎ স্বপ্লান্ত ও জাগরণাস্তু-কুলে সঞ্চরণ করিয়া থাকেন ।