পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミb”8 জৈবধৰ্ম্ম [ ষোড়শ পেয়দ্র ন্যাদি সংগ্ৰহ করিবার যত্ন করেন ; সেই সেই দ্রব্য সহজে সংগ্ৰহ কবিবার জন্য বহুপবি শ্রমদ্বারা অর্থ সঞ্চয় করেন ; শীত-নিপারণের জন্য বস্ত্র সংগ্ৰষ্ঠ করিতে থাকেন ; ইন্দ্রিয় মুখপিপাসা-নিবৃত্তির জন্য বিবাঙ্গাদি কা:গ্য নিযুক্ত হন ; কুটুম্ব ও সন্তানাদির সুপসমৃদ্ধি ও অভাব-নিবৃত্তির জন্ত বহুবিধ পরিশ্রম করেন ; স্থলদেহ বোগাক্রান্ত হইলে তন্নিবৃত্তি করিবার অভিপ্রায়ে ঔষধ পাচনাদি প্রয়োগ করেন ; বিষয়-রক্ষার জন্ত রাজদ্বারে বাদ-বিবাদে প্রবৃত্ত হন । কাম, ক্রোপ, লোভ, মোহ, মদ ও মাৎসৰ্য্য— এই ষড়,শ্মির বশীভূত ইয়া যুদ্ধ, বিবাদ, পরহিংসা, পরপীড়ন, পরধন-গ্রহণ, ক্রুর ত, বৃথাহঙ্কার প্রভৃতি দুষ্কর্মে প্রবৃত্ত হন ; স্বচ্ছন্দে থাকিবার জন্ত গৃহাদি-নিন্মাণকাৰ্য্য করিয়া থাকেন—এই সমস্ত অভাব-নিবৃত্তির কার্য্য । ভোগ- প্রবৃত্তির কাৰ্য্যে ও অভাব-নিবুত্তির কায্যে মায়বদ্ধ-জীবের দিবারাত্র অতিবাহিত হয় । ব্র । মায়। যদি কেবল লিঙ্গ আবরণ দিয়া রাখিতেন, তাহা হইলেই কি তাহার উদ্দেশু সিদ্ধ হইত না ? বা । লিঙ্গদেহে কাৰ্য্য হয় না, এই জন্ত স্থলাবরণের প্রযোজনীয়তা । স্থলদেহের কার্য্যফলে লিঙ্গদেহে বাসন) নিৰ্ম্মিত হয় ; সেই বাসনা-ক্রমে তদুপযোগী স্থূলদেহ পুনরায় হয়। ব্র । কন্ম ও ফল কিরূপে সংযুক্ত আছে ? মীমাংসকেরা বলেন, ফলদাতা ঈশ্বর কল্পিত ; যে কৰ্ম্ম কৃত হয়, তাহ অপূৰ্ব্ব’-নামে (১) একটা তত্ত্ব উৎপন্ন করে ; সেই "অপূৰ্ব্ব’ কৃতকন্মের ফলদান করেন—ইহা কি সত্য ? . বা। কৰ্ম্মমীমাংসক বেদের জ্ঞান-সিদ্ধান্ত অবগত ন’ন ; তিনি কেবল মোটামুটি যজ্ঞাদিরূপ কৰ্ম্মের ভাব দেখিয়া একট যে-সে সিদ্ধান্ত বলিয়াছেন। (১) পূৰ্ব্বমীমাংস (১।১।২) স্বত্রের শবরস্বামিকৃত ভান্য ।