পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন ૨જે8 উত্তর না দিয়া আহবাদিগ্ন পব শয়নপূৰ্ব্বক শুদ্ধজীবেব অবস্থা চিন্তা করিতে করিতে একটু অধিক রাত্রে নিদ্রা গেলেন। বৃদ্ধ-পিতামহী চিন্তা কবিতে লাগিলেন,—ব্রজনাথকে কিসে বিবাহ-কার্য্যে প্রযুক্ত করা যায় ; সেই সময ব্ৰজনাথের মাসতুতে ভ্রাতা বাণীমাধব অসিযা উপস্থিত হইলেন । যে কহ্যার সহিত বিবাহের সম্বন্ধ হইতেছে, সেট বাণীমাধবের পিসতুতো ভগ্নী। বিজয় বিদ্যারত্ব বাণীমাধবকে কন্যার সম্বন্ধ পাকাইবার জন্ত পাঠাইযাছেন । বাণীমাধব আসিয়া কহিলেন,—দিদি-মা আব বিলম্ব কেন ? ব্রজ দাদাব যাহাতে শীঘ্ৰ বিবাহ হয়, তাহ কবীন ৷ ব্ৰজনাথের পিতামহী একটু দুঃখিত হইয়া বলিলেন,—ভাই, তুই কাযের লোক, ব্রজনাথকে বুঝাইয়। মুজাইয়া বিবাহটা দে’, আমি যত বলি, ব্রজ কথা কয় না। বাণীমাধব একটু খৰ্ব্বাকৃতি, ঘাড ছোট, বঙ কাল, চোক্‌ মিট্‌মিটে ; সকল কথায় থাকে, অথচ কোন কথায থাকে না । বৃদ্ধার কথা শুনিয়া কহিল,—“কুছ পল্ ওয়া নাই’, তুমি আমাকে আজ্ঞা করিলে আমি কি না করিতে পারি ? আমার কৰ্ম্ম ত’ জান ?—ঢেউও গুণে পয়সা আদায় করি। ভাল, আমি একবার ব্রজনাথের সহিত কথাটা কছিয়া দেখি ; কিন্তু দিদি-মা, কায করিয়া তুলিলে আমাকে পেট-ভ’রে লুচি দেবে-ত’ ? দিদি-মা বলিলেন,—ব্রজনাথ পেয়ে দেয়ে শুয়ে পড়েছে। তাহ শুনিয়া বাণীমাধব ‘কল্য প্রাতে আসিয়া কাৰ্য্য করিব”—এই বলিয়া প্রস্থান করিল। অতি প্রত্যুষে সে ঘটা হাতে করিয়া উপস্থিত। ব্ৰজনাথ বঙ্গিদেশ হষ্টতে আসিয়া চণ্ডীমণ্ডপে আসিয়া বসিয়াছেন । বাণীমাধবকে দেখিয়া বলিলেন,—ভাই কি মনে ক’রে ? বাণীমাধব বলিল,—দাদা, স্তায়শাস্ত্র ত’ অনেকদিন পড়িলে ও পড়াটলে ; তুমি হরিনাথ চূড়ামণির পুত্ৰ—তোমার নাম সৰ্ব্বদেশে প্রচারিত হইয়াছে ; তোমার ঘরে তুমি একমাত্র পুরুষ—সস্তানসস্ততি না হইলে তোমার এত বড় ঘর কে বজায়