পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন ఇసారి তুমি এরূপ বিরক্তভােব ধারণ করিয়াছ ? ব্রজনাথ আপনার বিরাগের সমস্ত ঘটনা বাণীমাধবকে বলিলেন ; আরও কঙ্গিলেন,—মায়াপুরের বৃদ্ধ রঘুনাথদাস বালাজী অামাব উপদেষ্ট—সন্ধ্যার পব তাহার নিকট গিয়া সার-জাগা ষ্টতে শান্তি লাভ কবি ; তিনি আমাকে বিশেষ কৃপা করিতেছেন। দুরভিসন্ধিযুক্ত বাণীমাধব মনে মনে করিল,—ই, ব্রজদাদার যে বিষয়ে দৌৰ্ব্বল্য, তাহ পাইলাম ; এখন ছলে-কৌশলে ইহার BS BBBB BB BBBS BBB BBBBSBBS BB BB গোপনে দিদি-মা'র চিত্ত্ব ফিরাষ্টয়া দিব, এখন গুঙ্গে চলিলাম। এই কথা বলিয়া প্রথমে নিজগৃহে গমন কবিলেন ; কিয়ংকাল পরে অন্ত পথ দিয়া শ্ৰীমায়াপুবে শ্ৰীবাস-অঙ্গনের দ্বারে উপস্থিত হইলেন। বকুলতলায় পসিযা মনে মনে করিতেছেন—এই বৈষ্ণব ব্যাটারাই জগতের মজা লুটিতেছে—কেমন ঘর, কেমন কুঞ্জ, কেমন চবুতরা, কেমন মুন্দর প্রাঙ্গণ ! একটী একটা ভজন কুটীরে এক একটা বৈষ্ণব বসিয়৷ মালা জপ করিতেছে—ধন্মের বাড়ের দ্যায় ইহারা নিশ্চিন্ত ! পল্লীর কুলকামিনীগণ গঙ্গাস্নান করিয়৷ ইহাদিগকে জল, ফল ও নানাবিধ খাদ্য দিম। যাইতেছে ; ব্রাহ্মণের কৰ্ম্মকাণ্ডের ব্যবস্থা করিয়৷ এইরূপ লাভের পন্থা করিয়াছিলেন বটে, কিন্তু আজকাল বাবাজীর দলেই তাহার সার ভোগ করিতেছে। ধন্ত কলিকাল ! “রঘো, চতে, বল,—তিন কলির চেলা,”—এ কথা আজ এইখানে আসিয়া ঠিক বুঝিতে পারিতেছি ; হায়! আমার কুলীন-ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করা বৃথা হইয়াছে ! আজিকাল আমাদিগকে কেহ জল ও দেয় না, ফল ও দেয় না । বৈষ্ণব বেটার নৈয়ায়িকদিগকে "ঘটপটিয়া” মুখ বলে, সে কথাটা ব্ৰজদাদায় সত্য বলিয়া বিশ্বাস হয়—এত পড়ে, শুনে, এষ্ট লেঙ্গুটীয়া, দুষ্টলোকদিগের হাতে পড়ে গিয়েছেন। আমি বাণীমাধব—দাদাকেও দোরস্ত করিব, এ