পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88o জৈবধৰ্ম্ম [ ষড় বিংশ গোস্বামী। গম্ভীর, বিনয়ী, ক্ষমাশীল, করুণ, আত্মশ্লাঘাশুন্ত ও অপ্রকাশিত-গৰ্ব্ব, এই সকল লক্ষণ ধীরোদাত্ত-নায়ক কৃষ্ণকে লক্ষ্য করিবে । ব্ৰজনাথ ! ধীরললিত কিরূপ ? গোস্বামী। রসিকতা, নব যৌবন, পরিহাসপটুতা ও নিশ্চিস্তত এই সকল গুণের দ্বারা প্রেয়সীদিগের বশীভূত হন বলিয়া শ্ৰীকৃষ্ণ ধীরলতিত নায়ক । ব্ৰজনাথ । ধীরশান্ত কিরূপ? গোস্বামী । শাস্ত-প্রকৃতি, ক্লেশসহিষ্ণু, বিবেচক ও বিনয়াদি গুণযুক্ত বলিয়া কৃষ্ণ ধীরশাস্ত-নায়ক হইয়াছেন । ব্ৰজনাথ । ধীরোদ্ধত কিরূপ ? গোস্বামী । কোন কোন লীলাভেদে মাৎসৰ্য্যযুক্ত, অহঙ্কার, মায়াবী, ক্রোধপরবণ, চঞ্চল ও আত্মশ্লাঘ হওয়ায, শ্ৰীকৃষ্ণ ধীবোদ্ধত-নায়ক হইয়াছেন। ব্ৰজনাথ। অনেকগুলি বিবোধী গুণের উক্তি হইয়াছে, তাহা কিরূপে সম্ভবে ? গোস্বামী। কৃষ্ণ স্বভাবতঃ নিরঙ্কুশ ঐশ্বৰ্য্যবান। অতএব তাহার অচিন্তাশক্তিক্রমে তাহাতে সমস্ত বিরোধি-গুণগণের সমঞ্জস অবস্থিতি সম্ভব হয় । যথা, কেৰ্ম্মে—অস্থলস্টানমুশ্চৈব স্থলোহণুশ্চৈব সৰ্ব্বত: । অবর্ণঃ সৰ্ব্ব ৩: প্রোক্তঃ তামো রক্তাস্তলোচনঃ ! ঐশ্বৰ্য্যযোগাদ্ভগবান বিরুদ্ধার্থোইভিধীয়তে ॥ তথাপি দোষা পরমে নৈবাহাৰ্য্যাঃ কথঞ্চন ॥ গুণাবিরুদ্ধ অপ্যেতে সমাহার্য্যাঃ সমস্ততঃ ॥ (১) (১) ভগবানে বিরোধিগুণসমূহ একই সময়ে অতি সুন্দরভাবে বিরাজিত। তিনি