পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ԳՀ জৈবধৰ্ম্ম [ উনত্রিংশৎ ব্ৰজসম্বন্ধ-ভেদে দুষ্ট প্রকার। অর্জুন, ভীমসেন, দ্রৌপদী ও শ্ৰীদাম বিগ্র ইহঁারা পুরসম্বন্ধি সখা । তন্মধ্যে অর্জুন শ্রেষ্ঠ । ব্রজসখাগণ সৰ্ব্বদা সহচর দর্শন লালস এবং কৃষ্ণৈক জীবন । স্বতবাং তাহারাই প্রধান সখা ব্ৰজে সুহৃদ, সখা, প্রিয়সথ, প্রিয়নৰ্ম্ম বয়স্য এইরূপ চতুৰ্ব্বিধ সখা। সুহৃদগণের বাৎসল্য গন্ধবিশিষ্ট্র সখ্য, কৃষ্ণাপেক্ষ তাহারা কিঞ্চিৎ বয়োহধিক, অস্ত্ৰধারণপূৰ্ব্বক সৰ্ব্বদা দুষ্টগণ হইতে কৃষ্ণকে রক্ষণ করেন । সুভদ্র, মণ্ডলীভদ্র, ভদ্রবৰ্দ্ধন গোভট, যক্ষ, ইন্দ্ৰভট ভদ্রাঙ্গ, বীরভদ্র, মহাগুণ, বিজয় ও বলভদ্র প্রভৃতি সুহৃদগণ । তন্মধ্যে মণ্ডলীভদ্র ও বলভদ্র সৰ্ব্বপ্রধান। কনিষ্ঠতুল্য দাস্যগন্ধি সখ্যরসশালী বয়স্যগণকে সথা বলে। বিশাল, বৃষভ, ওজস্বী, দেবপ্রস্থ, বরূথপ, মরদ, কুসুমাপীড, মণিবদ্ধ, করন্ধম ইত্যাদি সখীসকল কৃষ্ণানুরাগী। তন্মধ্যে দেবপ্রস্থ সৰ্ব্বপ্রধান । তুল্য বয়স এবং কেবল সখ্যভাবাশ্রিত শ্ৰীদাম, সুদাম, দাম, বসুদাম, কিঙ্কিনী, স্তোকক্লঞ্চ, অংশু, ভদ্রসেন, বিলাসী, পুণ্ডরীক, বিটঙ্ক ও কলবিন্ধ ইত্যাদি কৃষ্ণের প্রিয়সখা । সুহৃৎ, সখী ও প্রিয়সখা হইতে শ্রেষ্ঠ, আত্যন্তিক রহস্য কাৰ্য্য নিপুণ সুবল, অর্জুন, গন্ধৰ্ব্ব, বসন্ত ও উজ্জ্বলাদি শ্ৰীকৃষ্ণেব প্রিয় নৰ্ম্মসখা । উজ্জ্বল সৰ্ব্বদা নৰ্ম্মোক্তি লালস । সখাদিগের মধ্যে কেহ কেত নিত্যপ্রিয়, কেহ কেহ স্বরচর ও কেহ কেহ সাধক ৷ বহুবিধ সখ্যসেবায় ইহার নান} কার্য্যে বিচিত্রতা সম্পাদন করেন । . ব্ৰজনাথ । এ রসের উদ্দীপন কি কি ? গোস্বামী। কৃষ্ণবয়স, রূপ, শৃঙ্গ. বেণু, শঙ্খ, বিনোদ, পরিহাস, পরাক্রম ও লীলাচেষ্টায় সখ্যরসের উদ্দীপন । গোষ্ঠে কৌমার ও পৌগও এবং পুরে ও গোকুলে কৈশোর। ব্ৰজনাথ। সাধারণ সথাদিগের অনুভাবাজানিতে প্রার্থনা করি। গোস্বামী । বাহুযুদ্ধ, কন্দুকরীড়া, হ্যতক্রীড়া, স্কন্ধ্যারোহণ, যষ্টিক্রীড়া,