পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

?ミン জৈবধৰ্ম্ম [ ত্রয়ন্ত্রিংশৎ উৎসুক ও বিরহোৎকষ্ঠিতা হন, তাহাকে ভাবজ্ঞ বক্তিগণ ‘উৎকষ্ঠিতা’ বলেন । হৃত্তাপ, কম্প, অনাগমনের হেতু বিতর্ক, বিরক্তি, শম্পমোচন এবং স্বীয় অবস্থাবর্ণন, এই সকল তাহার চেষ্টা । বাসকসজ্জার দশা শেষে মান যে স্থলে না হয়, নায়কের পারবশ্ব বিচারে এবং সঙ্গমাভাবে উৎকণ্ঠ হয়। বিজয়। খণ্ডিত কিরূপ ? গোস্বামী। সময় উল্লঙ্ঘনপুৰ্ব্বক অঙ্গ, নায়িকাব ভোগচিহ্ন ধাৰণ করিয়া নায়ক রাত্র শেষ করিয়া আসিলে নায়িক “খণ্ডিতা’ হন। ক্রোধ, দীর্ঘনিশ্বাস ও তুষ্ণীভাবই তাহার চেষ্টা । বিজয় । বিপ্ৰলন্ধা কি প্রকার ? গোস্বামী । প্রাণবল্লভ সঙ্কেত করিয়াও দৈবাৎ না আসিলে ব্যথাকুল৷ নায়িক ‘বিপ্রলব্ধ হন। নিৰ্ব্বেদ, চিস্তা, খেদ, অশ্র, মুচ্ছ1, দীর্ঘনিশ্বাসাদি তাহার চেষ্ট । বিজয়। কলহস্তরিত কিরূপ ? গোস্বামী। বল্লভ সখিদিগের সম্মুখে পাদপত্তিত হইলেও, যে নায়িকা ক্রোধভরে র্তাহাকে নিরাশ করেন, তিনি প্ৰলাপ, দস্তাপ, গ্লানি, দীর্ঘনিশ্বাসাদি-চেষ্টা-লক্ষিত কলহস্তরিত’ বলিয়া উক্ত হন । বিজয় । প্রোষিতভতৃক কে ? গোস্বামী। কান্ত দূরদেশে গেলে নায়িকা প্রোষিতভৰ্ত্তক হন। বল্লভের গুণকীৰ্ত্তন, দৈন্ত, কৃশতা, জাগরণ, মালিন্ত, অনবস্থান, জড়তা এবং চিস্তাদি তাহার চেষ্টা । বিজয়। স্বাধীনভত্ত্বক কে ? গোস্বামী। বল্লভ র্যাহার আয়ত্তাধীন হইয়। সৰ্ব্বদা নিকটে থাকেন তিনি স্বাধীনভত্ত্বক । বনলীলা, জলক্রীড়া, কুস্থমচয়নাদি র্তাহার চেষ্টা। বিজয় । স্বাধীনভত্ত্বক অবস্থা বড় আনন্দজনক ।