পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-অধ্যায় } মধুর রসবিচার Qミふ গোস্বামী । নাযক যদি প্রেমবগু হইয়া ক্ষণকাল ত্যাগ করিতে সমর্থ না হন, তবে স্বাধীনভত্ত্বকাকে মাধবী’ বলা যায। অষ্টনাযিকাৰ মধ্যে স্বাধীনভত্ত্বক, বাসক-সজ্জা, অভিসারিকা—এই তিন প্রকার নাযিক হৃষ্টচিত্ত হইয়া অলঙ্কাবাদি ধারণ করেন । খণ্ডিত, বিপ্রলব্ধ, উৎকষ্ঠিতা, প্রোষিত ভর্তৃকা ও কলহান্তবিতা—এই পাচ প্রকাব নামিক ভূষণশূন্ত। হইযা বামগণ্ডে হস্ত প্রদানপূর্বক খেদ ও চিস্তায় সস্তপ্ত হন। বিজয় । কৃষ্ণপ্রেমসন্তাপ ! ইহার তাৎপৰ্য্য কি ? গোস্বামী। কৃষ্ণপ্রেম চিন্ময় সুতরাং পরমানন্দস্বরূপ সন্তাপাদি সেই পরমানন্দের বিচিত্রত। জড় জগতে যে সন্তাপ তাহা প্রকৃত ক্লেশদ কিন্তু চিজগতে তাহা আনন্দবিকারবিশেষ। আস্বাদনে চিন্ময়রস হুখ বুঝিবে, কথ{য় তাহা ব্যক্ত করা যায় না । বিজয় । এই সকল নায়িকার মধ্যে প্রেমতারতম্য কি কপ ? গোস্বামী । ব্রজেন্দ্রনন্দনের প্রেমতারতম্যক্রমে সেই নায়িকগণ উত্তম ধ্যম ও কনিষ্ঠা-ভেদে ত্রিবিধ। যে নায়িকার কৃষ্ণে যে পরিমাণ ভাব, কৃষ্ণেরও সেই নায়িকাব প্রতি সেই পরিমাণে ভাব, ইহা বুঝিতে হইবে । বিজয় । উত্তমার লক্ষণ কি ? গোস্বামী। উত্তমানায়িকা নায়কের ক্ষণকালের মুখবিধান করিবার জন্য অখিল কৰ্ম্ম পরিত্যাগ করেন । নায়ক তাহাকে খেদাম্বিত করিলে ও অস্থয়ার উদগম হয় না। যদি কেহ নায়কের ক্লেশের কথা মিথ্যা করিয়াও বলে, তবে তাহার হৃদয় বিদীর্ণ হয়। বিজয় . মধ্যমার লক্ষণ কি ? গোস্বামী । নায়কের ক্লেশবার্তায় চিত্ত খিন্ন হয় এইমাত্র । বিজয় । কনিষ্ঠার লক্ষণ কি ? o6