পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२छ” জৈবধৰ্ম্ম [ তৃতীয় বৈষ্ণবদাসের দৈস্যোক্তি শ্রবণ করিয়া অনেকেই বলিয়া উঠিলেন,—হে ভাগবত প্রবর, আপনার স্তায় বৈষ্ণবের চরণরেণুর জন্ত আমরা লালায়িত। কৃপা করিয়া আমাদিগকে পদধূলি দিয়া কৃতাৰ্থ করুন। আপনি পরমহংস বাবাজী মহাশয়ের কুপাপাত্র। আমাদিগকে সঙ্গী করিয়া পবিত্র করুন। বৃহন্নারদীয় পুরাণে লিপিয়াছেন যে, আপনার স্যায় সঙ্গী লাভ করিলে ভক্তি श्ध्न, सृ१] ভক্তিস্তু ভগবদ্ভক্তসঙ্গেন পরিজায়তে । সৎসঙ্গঃ প্রাপ্যতে পুংভিঃ সুকৃতৈঃ পূৰ্ব্বসঞ্চিতৈ: ॥ (১) আমাদের পুঞ্জ পুঞ্জ ভাক্ত-পোষক সুকৃতি ছিল, সেই বলেই আপনার সৎসঙ্গ আমরা লাভ করিলাম। এখন আপনার সঙ্গবলে আমর হরিভক্তি লাভ কবিবার আশা করিতেছি । বৈষ্ণবদিগের পরস্পর দৈন্ত ও প্রণতি সমাপ্ত হইলে সেই ভক্তগোষ্ঠীতে বৈষ্ণবদাস মহাশয় এক পাশ্বে বসিয়া গোষ্ঠীর শোভা বৰ্দ্ধন করিলেন। তাহার হস্তে নূতন হরিনামের মালা দীপ্তি লাভ করিয়াছিল। সেই গোষ্ঠীতে সে দিবস আর একটা ভাগ্যবান লোক বসিয়াছিলেন। তিনি বাল্যকাল হইতে যাবনিক ভাষা পাঠ করতঃ অনেকটা মুসলমান রাজাদিগের ব্যবহার অনুকরণ করিয়া দেশের মধ্যে একটী গণ্যমান্ত লোক বলিয়া পরিচয় লাভ করিয়াছিলেন । নিবাস শান্তিপুর, ব্রাহ্মণজাতির মধ্যে কুলীন, অনেক ভূ-সম্পত্তির অধিকামী, এবং দলাদলী কার্য্যে বিশেষ পটু। বহুদিন ঐ সকল পদ ভোগ করিয়া, তাহাতে সুখ লাভ করেন নাই। অবশেষে হরিনাম সঙ্কীৰ্ত্তন করিতে আরম্ভ করেন। অল্প বয়সে তিনি দিল্লীর কালোয়াতদিগের নিকট রাগ-রাগিণী শিক্ষা করেন। সেই (১) ভগবস্তুক্তের সঙ্গপ্রভাবে ভক্তিবৃত্তি উদিত হন । পুরুষসকল পূর্ব পূৰ্ব্ব জন্মের সঞ্চিত সুকুতির ফলে শুদ্ধভক্তের সঙ্গ প্রাপ্ত হন ।